হোম > সারা দেশ > গাজীপুর

বড় বোনকে খাবার পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে শিশুর মৃত্যু

শ্রীপুর (গাজিপুর) প্রতিনিধি

বড় বোনকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিচে চাপা পড়ে ৫ বছর বয়সী শিশু জোনায়েদ মারা গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ বেইলদিয়া সড়কে ওই দুর্ঘটনা ঘটে। দিবাগত রাত ১.৩০ এর দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

নিহত জোনায়েদ গাজীপুর শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেইলদিয়া গ্রামের মো. রুকন মিয়ার ছেলে। জোনায়েদ স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়ত। 

স্থানীয় সূত্রে জানা যায়, বড় বোন লামিয়া আক্তার স্থানীয় বেইলদিয়া গ্রামের হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করে। বড় বোনকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল চাপা দেয় জোনায়েদকে। এতে সে গুরুতর আহত হয়। স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর ও পরে তাঁর অবস্থার অবনতি দেখে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। 

জোনায়েদের বাবা মো. রুকন মিয়া জানান, আমি একটি করাতকলে শ্রমিকের কাজ করি। সন্ধ্যার দিকে জোনায়েদ আমার বড় মেয়ের জন্য রাতের খাবার দিতে গিয়েছিল মাদ্রাসায়। ফেরার পথে একই গ্রামের শামসুল হকের ছেলে মিনহাজ আমার ছেলেকে মোটরসাইকেল চাপা দেয়। এরপর গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলে গত রাতে মারা গেছে। এঘটনার পর স্থানীয়রা একটি আপস মীমাংসা করার জন্য আমাকে প্রস্তাব দিয়েছে। 

অভিযুক্ত মিনহাজের বাবা মো. শামসুল হক বলেন, ‘আমার ছেলে অপরাধ করেছে। এ বিষয়ে আমার ক্ষমা চাওয়ার ভাষা নেই। স্থানীয় গণ্যমান্যরা যা মীমাংসা করে তাই মেনে নেব।’ 

কাওরাইদ ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. নূরুল ইসলাম বলেন, এ বিষয়ে উভয় পক্ষকে সঙ্গে নিয়ে একটি মীমাংসার আলোচনা চলছে। যদি উভয় পক্ষ সম্মতি দেয় তাহলে এই বিষয়ে মামলা করবে না বাদী পক্ষ। 

কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. আজিজুল হক আজিজ বলেন, এ বিষয়ে আমি অবগত হয়েছি। স্থানীয় ইউপি সদস্যকে বলেছি বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য। 

শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, এ বিষয়ে আপনার মাধ্যমে শুনলাম, এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ