হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর শাহ আলীতে গোলাগুলি, ইন্টারনেট ব্যবসায়ী গুলিবিদ্ধ

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের শাহ আলী থানার রাইনখোলায় গোলাগুলির মধ্যে পড়ে সাজ্জাদ হোসেন রকি (২৫) নামে এক ইন্টারনেট ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁর শরীরে কোনো গুলি পাননি চিকিৎসকেরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাইনখোলা ঈদগাহ মাঠের পানির ট্যাংকের পাশে এ ঘটনা ঘটে।

সাজ্জাদের বন্ধু শান্ত ইসলাম বলেন, সাজ্জাদের বাসা মিরপুর-১ নিউ সি ব্লক এলাকায়। সেখানে তাঁর ইন্টারনেট ব্যবসা রয়েছে। রাতে তাঁরা তিন বন্ধু মিলে চা পান করতে রাইনখোলা পানির ট্যাংকের পাশে যুবদল অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন সেখানে মারামারি হচ্ছিল। এ সময় তিন-চারজন যুবক এলোপাতাড়ি গুলি করছিলেন। তখন সাজ্জাদের পিঠে একটি গুলি বিদ্ধ হয়। এতে সাজ্জাদ রাস্তায় পড়ে গেলে তাঁকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

শান্ত আরও বলেন, ঢাকা মেডিকেলে রাতেই তাঁর অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। তবে চিকিৎসকেরা শরীরে কোনো গুলি খুঁজে পাননি। পিঠ দিয়ে গুলিটি ঢুকে বুক দিয়ে ভেদ করে বেরিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, সাজ্জাদ নামে এক যুবককে ঢাকা মেডিকেলের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। শাহআলী এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা