হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর শাহ আলীতে গোলাগুলি, ইন্টারনেট ব্যবসায়ী গুলিবিদ্ধ

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের শাহ আলী থানার রাইনখোলায় গোলাগুলির মধ্যে পড়ে সাজ্জাদ হোসেন রকি (২৫) নামে এক ইন্টারনেট ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁর শরীরে কোনো গুলি পাননি চিকিৎসকেরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাইনখোলা ঈদগাহ মাঠের পানির ট্যাংকের পাশে এ ঘটনা ঘটে।

সাজ্জাদের বন্ধু শান্ত ইসলাম বলেন, সাজ্জাদের বাসা মিরপুর-১ নিউ সি ব্লক এলাকায়। সেখানে তাঁর ইন্টারনেট ব্যবসা রয়েছে। রাতে তাঁরা তিন বন্ধু মিলে চা পান করতে রাইনখোলা পানির ট্যাংকের পাশে যুবদল অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন সেখানে মারামারি হচ্ছিল। এ সময় তিন-চারজন যুবক এলোপাতাড়ি গুলি করছিলেন। তখন সাজ্জাদের পিঠে একটি গুলি বিদ্ধ হয়। এতে সাজ্জাদ রাস্তায় পড়ে গেলে তাঁকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

শান্ত আরও বলেন, ঢাকা মেডিকেলে রাতেই তাঁর অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। তবে চিকিৎসকেরা শরীরে কোনো গুলি খুঁজে পাননি। পিঠ দিয়ে গুলিটি ঢুকে বুক দিয়ে ভেদ করে বেরিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, সাজ্জাদ নামে এক যুবককে ঢাকা মেডিকেলের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। শাহআলী এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক