হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর শাহ আলীতে গোলাগুলি, ইন্টারনেট ব্যবসায়ী গুলিবিদ্ধ

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের শাহ আলী থানার রাইনখোলায় গোলাগুলির মধ্যে পড়ে সাজ্জাদ হোসেন রকি (২৫) নামে এক ইন্টারনেট ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁর শরীরে কোনো গুলি পাননি চিকিৎসকেরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাইনখোলা ঈদগাহ মাঠের পানির ট্যাংকের পাশে এ ঘটনা ঘটে।

সাজ্জাদের বন্ধু শান্ত ইসলাম বলেন, সাজ্জাদের বাসা মিরপুর-১ নিউ সি ব্লক এলাকায়। সেখানে তাঁর ইন্টারনেট ব্যবসা রয়েছে। রাতে তাঁরা তিন বন্ধু মিলে চা পান করতে রাইনখোলা পানির ট্যাংকের পাশে যুবদল অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন সেখানে মারামারি হচ্ছিল। এ সময় তিন-চারজন যুবক এলোপাতাড়ি গুলি করছিলেন। তখন সাজ্জাদের পিঠে একটি গুলি বিদ্ধ হয়। এতে সাজ্জাদ রাস্তায় পড়ে গেলে তাঁকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

শান্ত আরও বলেন, ঢাকা মেডিকেলে রাতেই তাঁর অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। তবে চিকিৎসকেরা শরীরে কোনো গুলি খুঁজে পাননি। পিঠ দিয়ে গুলিটি ঢুকে বুক দিয়ে ভেদ করে বেরিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, সাজ্জাদ নামে এক যুবককে ঢাকা মেডিকেলের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। শাহআলী এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন