রাজধানীর পল্টনে একটি ১০ তলা ভবনের ছয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার (২ জুন) সকাল ৬টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা সকাল ৭টা ১ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং মাত্র ১৭ মিনিটের মধ্যে, সকাল ৭টা ১৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
৫০, পুরানা পল্টন এলাকার একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, কী কারণে আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।