হোম > সারা দেশ > গাজীপুর

চিত্রনায়িকা মাহির জামিন মিলল কারাগারে যাওয়ার পৌনে ৪ ঘণ্টা পর

গাজীপুর প্রতিনিধি

কারাগারে যাওয়ার পৌনে ৪ ঘণ্টা পর দুই মামলাতেই জামিন পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইকবাল হোসেন মাহির জামিন আবেদন মঞ্জুর করেন। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আসাদুজ্জামান আজকের পত্রিকা এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুটি মামলাতেই শুনানির পর আদালত মাহির জামিন আবেদন মঞ্জুর করেন। 

মাহির আইনজীবী কামরুল হাসান বলেন, ‘মহিলা, সাত মাসের অন্তঃসত্ত্বা ও খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী বিবেচনায় আদালত মাহির জামিন আবেদন মঞ্জুর করেন। মাহি আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই মামলা হওয়ার পরও দেশে চলে এসেছেন বলেও মন্তব্য করেন এই আইনজীবী।’ 

মাহির আইনজীবী বলেন, প্রথমে মাহিকে আদালতে নেওয়া হলে পুলিশের তাড়াহুড়োতে আমরা আদালতে শুনানি হয়নি। পরে ফের শুনানির আবেদন করলে বিচারক মাহির জামিন আবেদন মঞ্জুর করেন। 

এর আগে শনিবার দুপুরে সৌদি আরব থেকে ফেরার পথে শাহজালাল বিমানবন্দর থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিনেত্রী মাহিয়া মাহিকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তাঁর স্বামী রকিব সরকার পলাতক। 

এরপর মাহির রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের (সিএমএম) বিচারক মো. ইকবাল হোসেন। এরপর তাঁকে কারাগারে নেওয়া হয়। এর প্রায় পৌনে ৪ ঘণ্টা পরই দুই মামলায় জামিন পেলেন মাহি।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে