হোম > সারা দেশ > গাজীপুর

চিত্রনায়িকা মাহির জামিন মিলল কারাগারে যাওয়ার পৌনে ৪ ঘণ্টা পর

গাজীপুর প্রতিনিধি

কারাগারে যাওয়ার পৌনে ৪ ঘণ্টা পর দুই মামলাতেই জামিন পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইকবাল হোসেন মাহির জামিন আবেদন মঞ্জুর করেন। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আসাদুজ্জামান আজকের পত্রিকা এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুটি মামলাতেই শুনানির পর আদালত মাহির জামিন আবেদন মঞ্জুর করেন। 

মাহির আইনজীবী কামরুল হাসান বলেন, ‘মহিলা, সাত মাসের অন্তঃসত্ত্বা ও খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী বিবেচনায় আদালত মাহির জামিন আবেদন মঞ্জুর করেন। মাহি আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই মামলা হওয়ার পরও দেশে চলে এসেছেন বলেও মন্তব্য করেন এই আইনজীবী।’ 

মাহির আইনজীবী বলেন, প্রথমে মাহিকে আদালতে নেওয়া হলে পুলিশের তাড়াহুড়োতে আমরা আদালতে শুনানি হয়নি। পরে ফের শুনানির আবেদন করলে বিচারক মাহির জামিন আবেদন মঞ্জুর করেন। 

এর আগে শনিবার দুপুরে সৌদি আরব থেকে ফেরার পথে শাহজালাল বিমানবন্দর থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিনেত্রী মাহিয়া মাহিকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তাঁর স্বামী রকিব সরকার পলাতক। 

এরপর মাহির রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের (সিএমএম) বিচারক মো. ইকবাল হোসেন। এরপর তাঁকে কারাগারে নেওয়া হয়। এর প্রায় পৌনে ৪ ঘণ্টা পরই দুই মামলায় জামিন পেলেন মাহি।

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন