হোম > সারা দেশ > ঢাকা

পুলিশ সদর দপ্তরের সামনে চাকরিচ্যুত এসআইদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ সোমবার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান করেন ‎অব্যাহতিপ্রাপ্ত এসআইরা। ছবি: আজকের পত্রিকা

চাকরি ফিরে পাওয়ার দাবিতে ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ (ক্যাডেট) উপপরিদর্শকেরা (এসআই) পুলিশ সদর দপ্তরের সামনে মানববন্ধন করেছেন। আজ সোমবার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত তাঁরা পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান করেন। তাঁরা জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবারও এই মানববন্ধন চালিয়ে যাবেন।

আজ সকালে রাজধানীর গুলিস্তানে পুলিশ সদর দপ্তরের সামনের সড়কের এক পাশে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইরা মানববন্ধন শুরু করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করেন; যেমন ‘এক বছরের পরিশ্রম, বৃথা কেন জানতে চাই’; ‘দাবি মোদের একটাই, চাকরি পুনর্বহাল চাই’; ‘বেতন ছাড়া ৩৬৫ দিন, আমার চাকরি ফিরিয়ে দিন’।

অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআই রাশেদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘সবাই তাঁদের চাকরি ফিরে পাচ্ছেন, অথচ আমরা প্রশিক্ষণ নিয়েও দুই বছর ধরে ঘুরছি। চাকরি ফিরে পাচ্ছি না। আমরা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) স্যারের কাছে স্মারকলিপি জমা দিয়েছিলাম। আমাদের বিষয়গুলো নাকি পুলিশের আইন শাখায় পাঠানো হয়েছে। কিন্তু আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত পাইনি।’

মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, শৃঙ্খলাভঙ্গের দায়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম ব্যাচের প্রশিক্ষণ শেষ হওয়ার মাত্র কিছু দিন আগে চার ধাপে ৩২১ জনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। তাঁদের অভিযোগ, কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চাকরিতে পুনর্বহালের দাবিতে তাঁরা কয়েক মাস ধরে আন্দোলন করে আসছেন এবং দুই দিন ধরে পুলিশ সদর দপ্তরের সামনে মানববন্ধন করছেন।

মানববন্ধনে অংশ নেওয়া অব্যাহতি পাওয়া এসআই আতিয়া আক্তার আশা বলেন, ‘ছয় মাস ধরে মানববন্ধন, অনশনসহ বিভিন্নভাবে আমরা দাবি জানিয়ে আসছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের আশ্বাস দেওয়ার পরও আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তাই আইজিপি স্যারের কাছে আমাদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছি। কিন্তু পুলিশ সদর দপ্তর থেকেও কোনো কিছু জানানো হচ্ছে না। যত দিন পর্যন্ত চাকরি ফিরে না পাব, আমরা আন্দোলন চালিয়ে যাব।’

উল্লেখ্য, রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের দায়ে ৪০তম ব্যাচের ৩২১ জন ক্যাডেট এসআইকে চার ধাপে অব্যাহতি দেওয়া হয়েছিল। কারণ হিসেবে নাশতা না খেয়ে হট্টগোল, প্রশিক্ষকের আদেশ না শোনা, অমনোযোগিতার মতো অভিযোগগুলো দেখানো হয়েছিল। অব্যাহতি পাওয়ার পর থেকেই তাঁরা চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছেন।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন