সংক্ষিপ্ত সিলেবাসে ২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা নিতে মন্ত্রণালয় ও অধিদপ্তরে এক ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীর করা আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তিন দিনের মধ্যে আবেদনটি নিষ্পত্তি করতে বলা হয়েছে। ওই শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এই আদেশ দেন।
এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ জামালপুরের সুফিয়া খাতুন হাসি গত ২৬ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরে একটি আবেদন করেন। আবেদনে বলা হয়, সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি-২০২১ পরীক্ষা হয়েছে। তাই এবারের মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নিতে আরজি জানানো হয়।
ওই আবেদন নিষ্পত্তি না হওয়ায় হাসির অভিভাবক শাখাওয়াত হোসেন হাইকোর্টে রিট করেন। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী বিভূতি তরফদার। আদেশের বিষয়টি তিনি সাংবাদিকদের নিশ্চিত করেন।