হোম > সারা দেশ > ঢাকা

যুগান্তর সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলমের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। 

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে করা ওই মামলায় যুগান্তরের কক্সবাজার প্রতিবেদক জসিম উদ্দিনকেও আসামি করা হয়েছে বলে বাদীপক্ষের আইনজীবী গাজী হাসান মাহমুদ জানিয়েছেন।

তিনি আজকের পত্রিকাকে বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে যুগান্তরের সম্পাদক ও প্রতিবেদককে আগামী ১৪ সেপ্টেম্বর আদালতে হাজির হতে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

বাদী মামলার আরজিতে বলা হয়, ১০ আগস্ট দৈনিক যুগান্তর পত্রিকায় ‘স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুর কাণ্ড: কক্সবাজারের শতকোটি টাকার জমি দখল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এই খবরটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। বাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। সামনে জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ করে বিবাদীগণ বাদীর মানসম্মান নষ্ট করার জন্য এবং ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য পরস্পর যোগসাজশে একটি কুচক্রী মহলের প্ররোচনায় এই সংবাদটি প্রকাশ করেছেন।

বাদী মামলার আরজিতে আরও উল্লেখ করেন, প্রকৃত ঘটনা হলো, বাদী এসএমই করপোরেশন লিমিটেডের একজন উপদেষ্টা। উক্ত প্রতিষ্ঠান কক্সবাজার জেলার উখিয়া উপজেলার অধীন ইনানী মৌজার ২৮ হাজার ৩০০ একর জমি দীর্ঘদিন পূর্বে ক্রয় করে ভোগদখলে আছে। উক্ত সম্পত্তি ক্রয় করার পর হতে স্থানীয় সন্ত্রাসী মো. রেজাউল করিম মানিকের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী এসএমই করপোরেশন লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ধরনের হুমকিসহ চাঁদা দাবি করে আসছে। ইতিপূর্বে চাঁদা না পেয়ে কর্মচারী-কর্মকর্তাদের মারধর করা হয়েছে। মারধর করার ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা হয়। ৯ আগস্ট বাদী বন্যাদুর্গতদের ত্রাণ দেওয়ার জন্য কক্সবাজার জেলার স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য যান এবং ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগদানের আগে এসএমই করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের দেখতে যান ও তাদের চিকিৎসার খোঁজখবর নেন। সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনো দখলের ঘটনাও ঘটেনি। অথচ সংবাদে বাদীর নেতৃত্বে দখলের বর্ণনা দেওয়া হয়েছে। বাদীকে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং পারিবারিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যা সংবাদ প্রকাশ করেছে যুগান্তর। এই সংবাদে বাদীর ৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

বাদীপক্ষে মামলা শুনানিতে অংশ নেন কাজী নজিবুল্লাহ হিরু, তাপস কুমার পাল, মিজানুর রহমান মামুন, গোলাম কিবরিয়া জোবায়ের, জিসান মাহমুদ, মনির হোসেন ও গাজী হাসান মাহমুদ প্রমুখ।

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির