হোম > সারা দেশ > ঢাকা

চতুর্থ দিনে আদালত বর্জন: মৃতদের ভোট ঠেকাতে আইনজীবীদের দোয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে চতুর্থ দিনের মতো সারা দেশে আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা।

আজ বৃহস্পতিবারও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে কয়েক শ আইনজীবী বিক্ষোভ করেন। তাঁরা সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আদালতের কার্যক্রমে অংশ না নিতে আইনজীবীদের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং সরকারবিরোধী নানা স্লোগান দেন। কর্মসূচি চলাকালে একপর্যায়ে উপস্থিত আইনজীবীরা মৃত ব্যক্তিদের ভোট দেওয়া ঠেকাতে দোয়ার আয়োজনও করেন।

এদিকে চতুর্থ দিনের মতো ঢাকার আদালতে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা। এ সময় তাঁরা বিএনপির-জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে যেসব মামলায় সাজা দেওয়া হয়েছে তা বাতিলের দাবি জানান।

ঢাকার বিভিন্ন আদালতে সরেজমিন দেখা যায়, সিনিয়র আইনজীবীরা আদালতে না গেলেও জুনিয়র আইনজীবীদের দিয়ে মামলা পরিচালনা করা হচ্ছে।

এ ছাড়া আজ সকালে নিম্ন আদালতের আইনজীবীরা আদালত বর্জনের পক্ষে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন আদালত ভবনের সামনে প্রদক্ষিণ করে ঢাকা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে সমাবেশ করেন তাঁরা।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার