হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মাছ ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নেন আরসাপ্রধান আতাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ–আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীকে চার সহযোগীসহ গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব–১১। গতকাল মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

তবে আজ বুধবার জানা গেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসন এলাকায় চার মাস আগে বাসা ভাড়া নেন আতাউল্লাহ। তিনি চট্টগ্রামের মাছ ব্যবসায়ী পরিচয়ে বাড়ির মালিকদের সঙ্গে কথা বলেন। জাতীয় পরিচয়পত্র দিতে দেরি করছিলেন। ১৭ মার্চ রাত ৩টায় ওই এলাকার ৬ নম্বর সড়কের একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আটতলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন তিনি। বাড়ির মালিক ইতালিপ্রবাসী। কেয়ারটেকার তাঁর ফ্ল্যাটের দেখভাল করতেন।

স্থানীয় বাসিন্দারা আতাউল্লাহর বিষয়ে সন্দেহ করেননি। তাঁরা জানিয়েছেন, আতাউল্লাহ সাধারণ জীবনযাপন করতেন এবং কিছুটা শারীরিকভাবে অসুস্থ মনে হতো। তিনতলার ফ্ল্যাটের মালিক হুমায়ুন কবীর বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্যের মাধ্যমে আতাউল্লাহ আমার বাসা ভাড়া নেন। তাঁকে অপরাধী ভাবার প্রশ্নই ওঠেনি।’

কেয়ারটেকার ইমরান জানান, আতাউল্লাহর বাসায় ৮-১০ জন থাকতেন। তিনি লাঠির সাহায্যে চলাফেরা করতেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট