হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রাগ করে বাপের বাড়ি যাওয়ার পথে চলন্ত বাসে সন্তান প্রসব

প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

 শ্বশুরবাড়ি থেকে রাগ করে বাবার বাড়িতে আসার পথে চলন্ত বাসেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এক গর্ভবতী নারী। এ সময় বাসে অন্য কোনো নারী না থাকায় একাই সন্তান প্রসব করেন তিনি। অন্য কেউ না থাকায় মা-সন্তান উভয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে রূপগঞ্জ থানা-পুলিশ মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।

গত মঙ্গলবার দুপুরে উপজেলার ভুলতা এলাকায় এ ঘটনা ঘটে। গর্ভবতী নারীর নাম ফাতেমা খাতুন (২২)। তিনি নাটোর জেলার আটঘরিয়া গ্রামের শাহীন মিয়ার স্ত্রী। তাঁর দুই বছরের আরও একটি সন্তান রয়েছে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) নাজিমউদ্দীন জানান, নাটোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরপি পরিবহনের (নাটোর ব-১১-০০৪৯) একটি যাত্রীবাহী গাড়িতে ওই সন্তানসম্ভবা নারী প্রসববেদনায় চিৎকার করতে থাকেন। গাড়িতে কোনো নারী যাত্রী না থাকার কারণে বাসের চালক নাইম মিয়া ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে মহাসড়কের ভুলতা এলাকায় বাসটি থামায় পুলিশ। ততক্ষণে চলন্ত বাসেই একটি পুত্রসন্তানের জন্ম দেন তিনি। কিন্তু চলন্ত বাসে সন্তান প্রসব করায় মা-সন্তান উভয়ে অসুস্থ ছিলেন। এ অবস্থায় তাঁদের উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়। ডাক্তারদের আন্তরিক সেবায় অল্পসময়ে মা-ছেলে উভয়ে সুস্থ হয়ে ওঠেন। তা ছাড়া মানবিক কারণে চিকিৎসার কোনো খরচও নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। পরে পরিবারকে ফোনে খবর দিলে তাঁরা এসে মা-ছেলেকে বাসায় নিয়ে যান।

এ ব্যাপারে ফাতেমা খাতুন জানান, তাঁর স্বামী ও শ্বশুরের অত্যাচারে নাটোর থেকে নিজ পিত্রালয় রাজধানীর ডেমরায় ফেরার পথে বাসের মধ্যেই তাঁর প্রসব ব্যথা ওঠে। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে না পাঠালে তিনি অথবা তাঁর সন্তান হয়তো মারা যেত। তিনি হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের আন্তরিক ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১