হোম > সারা দেশ > ঢাকা

হলিক্রস স্কুলের অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ফার্মগেটের হলিক্রস স্কুলের অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে শ্যাপেন সুশানা মল্লিক নামের এক শিক্ষার্থীর। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুশানা মল্লিক ওই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্কুলের পাশের গলিতেই তাদের বাসা। 

এদিকে ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করতে থাকেন অভিভাবকেরা। তাঁরা বলছেন, পড়াশোনা নিয়ে শিক্ষকদের অতিরিক্ত মানসিক চাপ ও রোদে দাঁড়িয়ে থাকায় সুশানার মৃত্যু হয়েছে। এর জন্য স্কুল কর্তৃপক্ষ দায়ী। এ সময় তাঁরা স্কুলের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

পুলিশ কর্মকর্তা অপূর্ব হাসান বলেন, ‘রোববার সকাল সাড়ে ৭টার দিকে স্কুলের অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ ওই শিক্ষার্থী মাটিতে পড়ে যায়। এর পরই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে চিকিৎসকেরা ভালো বলতে পারবেন।' 

ওসি অপূর্ব বলেন, এ ঘটনার পর ক্ষুব্ধ অভিভাবকেরা একত্রিত হয়ে বিক্ষোভ করতে থাকেন। তাঁদের অনেকভাবে শান্ত করার চেষ্টা চলছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির