হোম > সারা দেশ > ঢাকা

হলিক্রস স্কুলের অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ফার্মগেটের হলিক্রস স্কুলের অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে শ্যাপেন সুশানা মল্লিক নামের এক শিক্ষার্থীর। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুশানা মল্লিক ওই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্কুলের পাশের গলিতেই তাদের বাসা। 

এদিকে ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করতে থাকেন অভিভাবকেরা। তাঁরা বলছেন, পড়াশোনা নিয়ে শিক্ষকদের অতিরিক্ত মানসিক চাপ ও রোদে দাঁড়িয়ে থাকায় সুশানার মৃত্যু হয়েছে। এর জন্য স্কুল কর্তৃপক্ষ দায়ী। এ সময় তাঁরা স্কুলের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

পুলিশ কর্মকর্তা অপূর্ব হাসান বলেন, ‘রোববার সকাল সাড়ে ৭টার দিকে স্কুলের অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ ওই শিক্ষার্থী মাটিতে পড়ে যায়। এর পরই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে চিকিৎসকেরা ভালো বলতে পারবেন।' 

ওসি অপূর্ব বলেন, এ ঘটনার পর ক্ষুব্ধ অভিভাবকেরা একত্রিত হয়ে বিক্ষোভ করতে থাকেন। তাঁদের অনেকভাবে শান্ত করার চেষ্টা চলছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার