হোম > সারা দেশ > ঢাকা

হলিক্রস স্কুলের অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ফার্মগেটের হলিক্রস স্কুলের অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে শ্যাপেন সুশানা মল্লিক নামের এক শিক্ষার্থীর। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুশানা মল্লিক ওই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্কুলের পাশের গলিতেই তাদের বাসা। 

এদিকে ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করতে থাকেন অভিভাবকেরা। তাঁরা বলছেন, পড়াশোনা নিয়ে শিক্ষকদের অতিরিক্ত মানসিক চাপ ও রোদে দাঁড়িয়ে থাকায় সুশানার মৃত্যু হয়েছে। এর জন্য স্কুল কর্তৃপক্ষ দায়ী। এ সময় তাঁরা স্কুলের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

পুলিশ কর্মকর্তা অপূর্ব হাসান বলেন, ‘রোববার সকাল সাড়ে ৭টার দিকে স্কুলের অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ ওই শিক্ষার্থী মাটিতে পড়ে যায়। এর পরই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে চিকিৎসকেরা ভালো বলতে পারবেন।' 

ওসি অপূর্ব বলেন, এ ঘটনার পর ক্ষুব্ধ অভিভাবকেরা একত্রিত হয়ে বিক্ষোভ করতে থাকেন। তাঁদের অনেকভাবে শান্ত করার চেষ্টা চলছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’