হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪

প্রতিনিধি

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে গ্যাস বিস্ফোরণে শিশুসহ ৪ জন দগ্ধ হয়েছেন। আজ বুধবার আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার কবরস্থান রোডের হুমায়ন নামের এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন-আউয়াল হোসেন (৩৫), তাঁর স্ত্রী রেনু বেগম ও ১০ বছরের মেয়ে আরফিয়া (১০)। পাশের কক্ষে আফরোজা বেগম (৩০) নামে আরও একজন দগ্ধ হন। এ সময় হাকিম মিয়া (৪০) ও তাঁর স্ত্রী আদুরি বেগম (২৭) আহত হন। তাদের সবার গ্রামের বাড়ি সৈয়দপুরে। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম, আজ ভোর ৫ টার দিকে ওই এলাকার হুমায়ুনের একতলা বাড়িতে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। তৎক্ষণাৎ তাদের উদ্ধার করে স্থানীয় সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের চারজনকেই ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

তবে এ বিষয়ে ঢাকা জোন-৪ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল আলীম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাথরুম থেকে সৃষ্ট বায়ো গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। কারণ গ্যাসের লিকেজ থেকে হলে তাতে আগুনের শিখা বেশি থাকবে। আর বায়োগ্যাসের আগুনের শিখা কম থাকবে, তবে শব্দ বেশি হবে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে তদন্ত চলছে। পাশাপাশি ভবনটি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সকলকে দুরে থাকার নির্দেশনাও দেন তিনি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিয়া থানা-পুলিশ ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

পরিদর্শন শেষে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের টেকনিক্যাল অফিসার সেলিম জানান, আমরা লাইনের কোন ত্রুটি পাইনি। তারপরেও সাময়িক সংযোগ বিচ্ছিন্নের জন্য রাইজার খুলে নিয়ে এসেছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস