বেসরকারি সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক শামীম আরা হাসান। তিনি উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপ-সচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসানকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হল।
এর আগে অধ্যাপক শামীম আরা হাসান সোনারগাঁও ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।