হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১ 

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। ঘটকের সঙ্গে ভাতিজি জন্য জামাই বর দেখতে যাচ্ছিলেন এ ঘটনায় নিহত ইনি ইসলাম ও অন্যান্যরা। 

আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ছয়সূতি এলাকায় এই ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহতরা হলেন, জেলার কুলিয়ারচর উপজেলার পূর্ব লালপুর গ্রামের মৃত আমির চানের ছেলে ইনি ইসলাম (৫৫), ভৈরব উপজেলার চান্দের চর গ্রামের ঘটক মতিউর রহমান (৭০) ও অটোরিকশাচালক কালু মিয়া (৩৫)। এ সময় গুরুতর আহত হয়েছে নিহত ইনি ইসলামের ভাতিজা আক্রাম হোসেন (৩০)। 

হাইওয়ে পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, ছোট ভাইয়ের মেয়ের জন্য বর দেখতে ডুমরাকান্দার উদ্দেশ্য যাত্রা করেন ইনি ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ভাতিজা আক্রাম হোসেন, ঘটক মতিউর রহমান, অটোরিকশাচালক কালু মিয়া। 

ছয়সূতি নামক এলাকা পার হওয়া সময় বিপরীত দিক কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক তিনজন নিহত হন। এ ছাড়াও আক্রাম হোসেন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. নূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ বাসটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। 

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১