হোম > সারা দেশ > ঢাকা

জয়নাল হাজারী আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফেনী-২ আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

ল্যাবএইড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের এ খোদা দ্বীপ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জয়নাল হাজারী ১২ দিন ধরে এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর হৃদ্‌রোগ, কিডনি ও ফুসফুসে সমস্যা ছিল। দুবার করোনা পরীক্ষা করা হয়েছে, তবে দুবারই ফল নেগেটিভ এসেছিল।’

ফেনী-২ আসনের বর্তমান সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী জয়নাল হাজারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। 

এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য, ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ফেনী-২ আসন থেকে তিনবার নির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারী ভাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি মহান রাব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন।’

জয়নাল হাজারী ১৯৮৪-২০০৪ সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন । তিনি ফেনী সদর আসন থেকে টানা তিনবার (১৯৮৬, ১৯৯১, ১৯৯৬) সাংসদ নির্বাচিত হন। সবশেষ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ছিলেন তিনি।

২০০১ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় তাঁর বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। তিনি তখন পালিয়ে ভারতে চলে যান। পরে ২০০৪ সালে জয়নাল হাজারীকে দল থেকে বহিষ্কার করা হয়।

২০০৯ সালে আবার আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি দেশে ফেরেন। ২০১৯ সালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে পদ পান তিনি।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার