হোম > সারা দেশ > ঢাকা

হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ কারাগারে

আজকের পত্রিকা ডেস্ক­

সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ। ফাইল ছবি

সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আবদুস শহীদকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ তাকে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।

বিকেলে আবদুস শহীদকে ৪ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল হালিম উত্তরা পশ্চিম থানায় দায়ের করা রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেন হত্যা মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন।

অন্যদিকে আবদুস শহীদের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৩০ অক্টোবর আবদুস শহীদকে এই মামলায় ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়। আগের দিন ৩ অক্টোবর দিনগত রাতে আবদুস শহীদের উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এরপর এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানার আজমপুরে সাউথ ইস্ট ব্যাংকের সামনে রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেন গুলিতে নিহত হন।

এ ঘটনায় তার মা আলেয়া বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় গত ৬ অক্টোবর হত্যা মামলা দায়ের করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৮ জনকে আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং পুলিশের এলোপাতাড়ি গুলিতে তার ছেলে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনা স্থলে নিহত হন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসন থেকে বিজয়ী হওয়ার পর কৃষিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। ওই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে টানা ছয়বারসহ মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন ড. আবদুস শহীদ।

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি