হোম > সারা দেশ > ঢাকা

কর্মকর্তাদের অবরুদ্ধ করে বেতন বাড়াল নাসিকের পরিচ্ছন্নতাকর্মীরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন ঘেরাও করেছেন পরিচ্ছন্নতাকর্মীরা। তাঁরা আজ বুধবার বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। পরে তাঁদের নিয়ে বৈঠক করে বেতন বাড়ানো হয়।

সিটি করপোরেশন সূত্র জানায়, আজ নগর ভবনে মাসিক সভা চলছিল। এতে যোগ দিতে আসা সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অবরোধের কারণে আটকা পড়েন। পরে স্থানীয় যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের মধ্যস্থতায় পরিচ্ছন্নতাকর্মীরা কর্মকর্তাদের গাড়ি ছেড়ে দেন। এরপর তাঁদের ১০ জন প্রতিনিধি সিটি করপোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামানের সঙ্গে বৈঠক করেন। এতে কর্মীদের বেতন ২ হাজার ৫০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত হয়।

শঞ্জু নামে এক পরিচ্ছকর্মী বলেন, ‘সিটি করপোরেশনের পরিচ্ছন্নতার সঙ্গে সম্পৃক্ত অনেকেরই বেতন বাড়ানো হয়েছে। কিন্তু আমাদের বেতন বাড়ানো হয় না। অথচ আমরা দিন-রাত রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করি। আমরা আমাদের নায্য বেতন চাই।’

আন্দোলনে অংশ নেওয়া সোহেল লাল বলেন, ‘আমাদের প্রায় ১ হাজার ২৫০ জন পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন। সরকার থেকে আমাদের বেতন ১৭ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে দিলেও দেওয়া হয় ৯ হাজার টাকা করে। এ দিয়ে আমরা সংসার চালাতে পারি না।’

বৈঠক শেষে যুবদল নেতা মাজহারুল জানান, পরিচ্ছন্নতাকর্মীরা নতুন করে ১১ হাজার ৫০০ টাকা বেতন পাবেন।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করেছিলেন। পরে তাঁদের সঙ্গে আলোচনা করে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, পরিচ্ছন্ন কর্মীরা তাদের বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করেছিল। পরবর্তীতে তাদের সঙ্গে আলোচনা করে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে