হোম > সারা দেশ > ঢাকা

সাম্য হত্যার বিচার চেয়ে ঢাবিতে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাম্য হত্যার বিচার দাবিতে মশাল মিছিল করেন। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস ও ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে মশাল মিছিল হয়েছে। আজ শনিবার (২৪ মে) রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর থেকে সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে এ মশাল মিছিল শুরু হয়। যা সামাজিক বিজ্ঞান অনুষদ, কলাভবন, হলপাড়া প্রদক্ষিণ করে ভিসি চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে সাম্য সাম্য, বিচার বিচার বিচার চাই সাম্য হত্যার বিচার চাই, ভিসি-প্রক্টরের অনেক গুন, নয় মাসে দুই খুন’ প্রক্টরের গদিতে আগুন জ্বালো একসঙ্গে, ভিসির গদিতে আগুন জ্বাল একসঙ্গে’ এসব স্লোগান দেন।

মিছিলে অংশগ্রহণকারী ছাত্রদল নেতা মাহিদুজ্জামান জ্যোতি বলেন, ‘৫ আগস্ট পরবর্তী ক্যাম্পাসে প্রশাসনের কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল একটি নিরাপদ ক্যাম্পাস। কিন্তু কী দেখলাম? তোফাজ্জেল হত্যাকাণ্ড, মোকাররম ভবনের সামনের কাঁঠাল গাছে লাশ ঝুলে থাকে, নিজের ক্যাম্পাসে সাম্য হত্যাকাণ্ডের শিকার হয়। ৫ আগস্ট পূর্ববর্তী ক্যাম্পাসে, আওয়ামী লীগ, ছাত্রলীগের শত শত দুঃশাসনের পরেও ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটা বিঘ্নিত হয়নি কখনো।’

তিনি বলেন, ‘ক্যাম্পাসে এখন বাধাহীনভাবে যানবাহন চলছে। রিকশা থেকে শুরু করে লোকাল বাস ক্যাম্পাসের ভেতর দিয়ে চলাচল করে। এত অনিয়মের পর আমি মনে করি এই ভিসি-প্রক্টর স্বপদে বহাল থাকতে পারেন না।’

বিপ্লবী ছাত্র মৈত্রীর কর্মী ইসরাত জাহান ইমু বলেন, ‘আমাদের ক্যাম্পাসের বড় ভাই ও জুলাইয়ে আন্দোলনের সহযোদ্ধা সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত ও নিরাপদ ক্যাম্পাসের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর রক্ত এত সহজ করা যাবে না। নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা রাজপথে লড়াই করব, যতক্ষণ পর্যন্ত না আমরা সাম্য হত্যার বিচার নিশ্চিত করতে পারি।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট