হোম > সারা দেশ > ঢাকা

‘শর্ট সার্কিট থেকে’ গুলশানের অগ্নিকাণ্ড, লাফিয়ে পড়া আরেকজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গুলশানের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের সময় ভবন থেকে লাফিয়ে পড়ে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. রাজু হোসেন (৩৮)। তিনি ভবনের ১১ তলার একটি ফ্ল্যাটে বাবুর্চির কাজ করতেন। এই ভবনে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার আ. আহাদ।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় আগুন লাগা ভবনের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আ. আহাদ বলেন, গুলশানের জেড এইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজে ভোর চারটায় তাঁর মৃত্যু হয়েছে। এ ছাড়া সংকটাপন্ন অবস্থায় আরেকজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

রাজুর মৃত্যুর খবরটি শিকদার মেডিকেলের প্রশাসনিক কর্মকর্তা মো. আক্তারুজ্জামানও আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজু ওই ভবনে ১১ তলায় একমি কোম্পানির এক কর্মকর্তার বাসায় কাজ করতেন। সেখানে তিনি বাবুর্চির কাজ করতেন।

গুলশান বিভাগের ডিসি সাংবাদিকদের বলেন, ‘ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা আগুন লাগার কথা জানতে পেরেছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। আপাতত ভবনে প্রবেশ করেছেন ফ্ল্যাট মালিকেরা। আমরা কেউ ভেতরে যাচ্ছি না। মালিকেরা নিরাপত্তাকর্মীদের নিয়ে যাঁর যাঁর ফ্ল্যাটে যাচ্ছেন।’

এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘যে দুজন এই অগ্নিকাণ্ডে মারা গেছেন, তাঁরা দুজনই ভবন থেকে লাফ দিয়েছিলেন। আমরা বারবার বলেছিলাম, আপনারা কষ্ট করে থাকুন, দ্রুত সময়ে উদ্ধার করা হবে। কিন্তু তারা ধৈর্য ধরে থাকতে পারেননি। যাঁরা ছিলেন কষ্ট করে, তাঁদের উদ্ধার করা গেছে।’

গতকাল রোববার সন্ধ্যায় ভবনটিতে আগুন লাগার পর রাজু নিচে লাফিয়ে পড়ে আহত হন। পরে তাঁকে জেড এইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। রাতেই রাজুর মরদেহ গাজীপুরের কালীগঞ্জে গ্রামের বাড়িতে নিয়ে যায় তাঁর পরিবার। রাজুর ছোট ভাই সজীব এসব তথ্য জানান।

সজীব বলেন, কালীগঞ্জ নাগরি গ্রামের বাড়িতে মরদেহ নেওয়া হয়েছে। সেখানে দাফনের প্রস্তুতি চলছে।

এ নিয়ে গুলশানের আগুনের ঘটনায় দুজনের মৃত্যুর তথ্য পাওয়া গেল। গতকাল রাতে আনোয়ার হোসেন নামে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। আনোয়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম সিনহার বাসায় বাবুর্চি হিসেবে কাজ করতেন।

শিকদার মেডিকেলে সব মিলিয়ে গতকাল থেকে ৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যান। রাতে আরেকজনকে সংকটাপন্ন অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। 

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯