হোম > সারা দেশ > ঢাকা

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নতুন এক বাস্তবতা নিয়ে হাজির হয়েছে: ইইউ রাষ্ট্রদূত

ঢাবি প্রতিনিধি

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বিশ্ববাসীর কাছে নতুন এক বাস্তবতা নিয়ে হাজির হয়েছে বলে মন্তব্য করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আয়োজিত বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. তাসনিম আরেফা সিদ্দিকীর সভাপতিত্বে ‘ইউরোপিয়ান ইন্টেগ্রেশন অ্যান্ড দ্য ব্রেক্সিট’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ মন্তব্য করেন চার্লস হোয়াইটলি।

চার্লস হোয়াইটলি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের ভেতরেও ইন্টিগ্রেশন রয়েছে, ব্রেক্সিট সেখানে স্মুথলি কোন ভূমিকা রাখতে পারে না। তবে ইউরোপীয় ইউনিয়নের মতো একটি জোট অর্থনৈতিক ইন্টারেস্টের কারণে রাষ্ট্রগুলো এক হওয়াতে ইউরোপকে যুদ্ধ থেকে ফিরিয়ে রাখা হয়েছে।’ 

হোয়াইটলি আরও বলেন, ‘ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বিশ্ববাসীর কাছে নতুন এক বাস্তবতা নিয়ে এসেছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন রাষ্ট্রে ভোট হয়েছে সেখানে ৭২ শতাংশ মানুষ মনে করে, ব্রেক্সিটের কারণে ইংল্যান্ডে খারাপ অবস্থা তৈরি হয়েছে। তাই ইউরোপীয় ইউনিয়নের প্রতি মানুষের কমিটমেন্ট, আগ্রহ আগের চেয়ে বহুগুণে বেড়েছে। ইউরোপীয় ইউনিয়ন এ ক্ষেত্রে পুরোটাই সফল।’ 

ইউরোপীয় ইউনিয়নের অধীনে যে স্কলারশিপ রয়েছে সেগুলোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের গুরুত্ব দেওয়ার পাশাপাশি বাংলাদেশের যেকোনো সংকটকালীন সময়ে ইউরোপীয় ইউনিয়ন পাশে থাকবে বলে মন্তব্য করেন চার্লস হোয়াইটলি। 

সভাপতির বক্তব্যে তাসনিম আরেফা সিদ্দিকী শিক্ষার্থীদের আগ্রহের জন্য ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন উদ্যোগ ও স্কলারশিপের সুযোগ-সুবিধা গ্রহণ করার জন্য আহ্বান জানান।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার