হোম > সারা দেশ > ঢাকা

গোলাম আরিফ টিপুর তৃতীয় জানাজা হবে রাজশাহীতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর তৃতীয় জানাজা হবে রাজশাহীতে। আগামীকাল শনিবার সকালে রাজশাহী শহরে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। 

আজ রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর আইনজীবী সৈয়দ হায়দার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘শহীদ মিনার থেকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত ছিল। পরে মরদেহ রাজশাহী ও তাঁর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে নেওয়ার বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। ওখান থেকে ফিরিয়ে আনার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।’ 

আজ জুমার নামাজ শেষে রাজধানীর মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দেশের প্রধান বিচারপতিসহ অন্য বিচারপতিরা, অ্যাটর্নি জেনারেল ও অনেক আইনজীবী ওই জানাজায় অংশগ্রহণ করেন। পরে বেলা সোয়া ৩টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। 

দ্বিতীয় জানাজার পর কফিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিরা, প্রসিকিউটররা, তদন্ত সংস্থার কর্মকর্তারা ও বিভিন্ন লিয়াজোঁ অফিসের কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁর মরদেহ পল্টনে অবস্থিত বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) অফিস মুক্তি ভবনে নেওয়া হয়। সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। রাতেই মরদেহ রাজশাহী নেওয়ার কথা রয়েছে। 

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে ২০১০ থেকে দায়িত্ব পালন করছিলেন গোলাম আরিফ। তাঁর জন্ম ১৯৩১ সালের ২৮ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৫৪ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৫২ সালে তাঁর নেতৃত্বেই রাজশাহীতে রাষ্ট্রভাষা আন্দোলন সংঘটিত হয়। ভাষা আন্দোলনে অবদান রাখায় ২০১৯ সালে তিনি রাষ্ট্রীয় একুশে পদকে ভূষিত হন।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক