হোম > সারা দেশ > ঢাকা

হানিফ ফ্লাইওভার: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, যুবক নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর হানিফ ফ্লাইওভারের ওপড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কায় সিফাত মোর্শেদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছেন সিফাতের বন্ধু তানভীর সিদ্দিকী (২৮)। 

আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সিফাতকে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত  করেছেন। 

নিহতের আরেক বন্ধু আরমান হোসেন হৃদয় বলেন, ‘তারা দুই মোটরসাইকেলে চারজন বন্ধু ধোলাইপাড় দিয়ে ফ্লাইওভারে উঠে টিএসসিতে আসতেছিলেন। এক মোটরসাইকেল সিফাত চালাচ্ছিলেন। পিছনে তানভীর বসা ছিল। কিছুদুর গিয়ে সিফাত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পরে যায়। পরে তাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসলে সিফাত মারা যায়।’ 

সিফাতের মামা আশিকুর রহমান বলেন, ‘সিফাতের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলায়। বর্তমানে গ্যান্ডারিয়া দীন নাথ সেন রোডে ভাড়া থাকে। বাবার নাম জাহিদ মোর্শেদ। পেশায় কিছুই করতো না সিফাত। তবে বিদেশ যাওয়ার চেষ্টায় ছিল। দুই ভাই এক বোনের মধ্যে সিফাত ছিল বড়। গত দুই বছর আগে বিয়ে করে।’ 

তিনি আরও বলেন, ‘সন্ধ্যায় সিফাত নিজের মোটরসাইকেল নিয়ে বের হয়। রাতে জানতে পারি সিফাত দুর্ঘটনায় আহত হয়েছে। তবে হাসপাতালে এসে সিফাতের মৃতদেহ পাই।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহ মর্গে রাখা হয়েছে। আহত তানভীরের হাতে ও কোমড়ে আঘাতপ্রাপ্ত হয়েছে। জরুরি বিভাগে চিকিৎসা চলছে।’

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার