হোম > সারা দেশ > ঢাকা

হানিফ ফ্লাইওভার: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, যুবক নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর হানিফ ফ্লাইওভারের ওপড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কায় সিফাত মোর্শেদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছেন সিফাতের বন্ধু তানভীর সিদ্দিকী (২৮)। 

আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সিফাতকে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত  করেছেন। 

নিহতের আরেক বন্ধু আরমান হোসেন হৃদয় বলেন, ‘তারা দুই মোটরসাইকেলে চারজন বন্ধু ধোলাইপাড় দিয়ে ফ্লাইওভারে উঠে টিএসসিতে আসতেছিলেন। এক মোটরসাইকেল সিফাত চালাচ্ছিলেন। পিছনে তানভীর বসা ছিল। কিছুদুর গিয়ে সিফাত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পরে যায়। পরে তাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসলে সিফাত মারা যায়।’ 

সিফাতের মামা আশিকুর রহমান বলেন, ‘সিফাতের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলায়। বর্তমানে গ্যান্ডারিয়া দীন নাথ সেন রোডে ভাড়া থাকে। বাবার নাম জাহিদ মোর্শেদ। পেশায় কিছুই করতো না সিফাত। তবে বিদেশ যাওয়ার চেষ্টায় ছিল। দুই ভাই এক বোনের মধ্যে সিফাত ছিল বড়। গত দুই বছর আগে বিয়ে করে।’ 

তিনি আরও বলেন, ‘সন্ধ্যায় সিফাত নিজের মোটরসাইকেল নিয়ে বের হয়। রাতে জানতে পারি সিফাত দুর্ঘটনায় আহত হয়েছে। তবে হাসপাতালে এসে সিফাতের মৃতদেহ পাই।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহ মর্গে রাখা হয়েছে। আহত তানভীরের হাতে ও কোমড়ে আঘাতপ্রাপ্ত হয়েছে। জরুরি বিভাগে চিকিৎসা চলছে।’

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা