হোম > সারা দেশ > গোপালগঞ্জ

শান্তি সমাবেশ শেষে আ. লীগ নেতাকে হাতুড়িপেটা, সড়ক অবরোধ

গোপালগঞ্জ প্রতিনিধি

শান্তি সমাবেশ শেষে হামলা চালিয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের সম্পাদক সাহিদুর রহমান টুটুলকে হাতুড়িপেটা করেছে একদল দুর্বৃত্ত। হামলায় তাঁর গাড়ির ড্রাইভারসহ আরও দুজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার মুকসুদপুর উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। 

হামলার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতা–কর্মীরা দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিকেল ৪টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের মুকসুদপুর বাসস্ট্যান্ড এবং ঢাকা–বরিশাল মহাসড়কের রাঘদি এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই দুই মহাসড়কের দুপাশে আটকা পড়ে শত শত যানবাহন। পরে প্রশাসনের আশ্বাসে বিকেল ৫টায় অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা। 

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা আড়াইটার দিকে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ শেষ করে উপজেলা পরিষদে রাখা গাড়ির কাছে যান সাহিদুর রহমান টুটুল। এ সময় পেছন দিক থেকে অতর্কিতভাবে ৫–৬ জন দুর্বৃত্ত তাঁকে আক্রমণ করে হাতুড়ি দিয়ে পেটাতে শুরু করেন। পিটিয়ে আহত করা হয় সাহিদুরের গাড়ির ড্রাইভার আয়নাল শেখ এবং তাঁর সঙ্গে থাকা এনামুল খানকেও। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।’ 

মুকসুদপুর থানা–পুলিশ পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে আটক করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে জড়িতদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ