হোম > সারা দেশ > গোপালগঞ্জ

শান্তি সমাবেশ শেষে আ. লীগ নেতাকে হাতুড়িপেটা, সড়ক অবরোধ

গোপালগঞ্জ প্রতিনিধি

শান্তি সমাবেশ শেষে হামলা চালিয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের সম্পাদক সাহিদুর রহমান টুটুলকে হাতুড়িপেটা করেছে একদল দুর্বৃত্ত। হামলায় তাঁর গাড়ির ড্রাইভারসহ আরও দুজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার মুকসুদপুর উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। 

হামলার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতা–কর্মীরা দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিকেল ৪টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের মুকসুদপুর বাসস্ট্যান্ড এবং ঢাকা–বরিশাল মহাসড়কের রাঘদি এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই দুই মহাসড়কের দুপাশে আটকা পড়ে শত শত যানবাহন। পরে প্রশাসনের আশ্বাসে বিকেল ৫টায় অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা। 

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা আড়াইটার দিকে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ শেষ করে উপজেলা পরিষদে রাখা গাড়ির কাছে যান সাহিদুর রহমান টুটুল। এ সময় পেছন দিক থেকে অতর্কিতভাবে ৫–৬ জন দুর্বৃত্ত তাঁকে আক্রমণ করে হাতুড়ি দিয়ে পেটাতে শুরু করেন। পিটিয়ে আহত করা হয় সাহিদুরের গাড়ির ড্রাইভার আয়নাল শেখ এবং তাঁর সঙ্গে থাকা এনামুল খানকেও। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।’ 

মুকসুদপুর থানা–পুলিশ পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে আটক করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে জড়িতদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক