হোম > সারা দেশ > টাঙ্গাইল

এক দিনে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় প্রায় সাড়ে ৩ কোটি টাকা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ের রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুর দুই পাড়ে প্রায় সাড়ে তিন কোটি টাকার টোল আদায় হয়েছে।

আজ শুক্রবার দুপুরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী বিষয়টি নিশ্চিত করেন। 

জানা গেছে, বঙ্গবন্ধু সেতুতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুই পারে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪০ লাখ ৭ হাজার ৭০০ টাকা। এই সময়ে পরিবহন পারাপার হয়েছে ৪৩ হাজার ৫৯৫টি। এতে সেতুর পূর্ব টোল প্লাজা দিয়ে উত্তরবঙ্গের দিকে ২৫ হাজার ১১৩টি পরিবহন পার হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ১৮ হাজার ৪৮২টি পরিবহন সেতুর পশ্চিম পার টোল প্লাজা অতিক্রম করেছে। এ ছাড়া ৬ হাজার ৩৪১টি মোটরসাইকেল সেতু পারাপার হয়েছে। 

এর আগে ঈদুল ফিতরের সময় গত ২৯ এপ্রিল সর্বশেষ বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪৪ হাজার ২৭৪টি পরিবহন পারাপারের বিপরীতে সেতুতে টোল আদায় হয়েছিল ৩ কোটি ১৯ লাখ ৭ হাজার ২০০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী বলেন, সেতুতে টোল আদায়ের সব রেকর্ড ভঙ্গ হয়েছে। বঙ্গবন্ধু সেতু চালুর পর থেকে এক দিনে এটাই সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল