হোম > সারা দেশ > ঢাকা

জবি ছাত্রী খাদিজাকে এক মামলায় অব্যাহতি, অন্যটির শুনানি ২৯ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা পৃথক দুই মামলার একটি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আরেক মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ২৯ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

আজ রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এক মামলায় খাদিজাকে অব্যাহতি দিয়ে আরেক মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালের বিশেষ পিপি নজরুল ইসলাম শামীম ছুটিতে থাকায় তিনি অব্যাহতির বিষয়টি জানেন না বলে জানান। তবে তিনি শুনেছেন বলে জানান।

দুই মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। খাদিজাকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন তাঁর আইনজীবী। শুনানি শেষে কলাবাগান থানায় দায়ের করা মামলা থেকে খাদিজাকে অব্যাহতি দেওয়া হয়। অন্যদিকে নিউমার্কেট থানায় দায়ের করা মামলার শুনানির নতুন তারিখ ধার্য করেন।

অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচার এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজাতুল কুবরা এবং অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কলাবাগান ও নিউমার্কেট থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ।

একটি মামলার বাদী নিউমার্কেট থানার এসআই খাইরুল ইসলাম এবং অন্যটির কলাবাগান থানার এসআই আরিফ হোসেন। দুই বাদীই দায়িত্ব পালনকালে মোবাইল ফোনে ইউটিউবে ঘুরতে ঘুরতে খাদিজাতুল কুবরা ও মেজর (অব.) দেলোয়ার হোসেনের ভিডিও দেখতে পান। তারপর দুজনই নিজ নিজ থানায় বাদী হয়ে মামলা করেন।

দীর্ঘ প্রায় ১৫ মাস কারাভোগের পর গত ২০ নভেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। ট্রাইব্যুনালে হাজির ছিলেন খাদিজাতুল কুবরা।

উল্লেখ্য, অপর আসামি মেজর (অব.) দেলোয়ার হোসেনকেও কলাবাগান থানার মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নিউমার্কেট থানার মামলায়ও দুজনই আসামি। দেলোয়ার হোসেন পলাতক রয়েছেন।

ভেনেজুয়েলা তেলশিল্পকে রাষ্ট্রীয়করণ করায় যুক্তরাষ্ট্রের হামলা: উদীচী

বুয়েটের নকশা করা ব্যাটারি রিকশা ঢাকার যে দুটি এলাকায় চলাচলের অনুমতি পেল

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা