হোম > সারা দেশ > ঢাকা

জবি ছাত্রী খাদিজাকে এক মামলায় অব্যাহতি, অন্যটির শুনানি ২৯ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা পৃথক দুই মামলার একটি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আরেক মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ২৯ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

আজ রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এক মামলায় খাদিজাকে অব্যাহতি দিয়ে আরেক মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালের বিশেষ পিপি নজরুল ইসলাম শামীম ছুটিতে থাকায় তিনি অব্যাহতির বিষয়টি জানেন না বলে জানান। তবে তিনি শুনেছেন বলে জানান।

দুই মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। খাদিজাকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন তাঁর আইনজীবী। শুনানি শেষে কলাবাগান থানায় দায়ের করা মামলা থেকে খাদিজাকে অব্যাহতি দেওয়া হয়। অন্যদিকে নিউমার্কেট থানায় দায়ের করা মামলার শুনানির নতুন তারিখ ধার্য করেন।

অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচার এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজাতুল কুবরা এবং অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কলাবাগান ও নিউমার্কেট থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ।

একটি মামলার বাদী নিউমার্কেট থানার এসআই খাইরুল ইসলাম এবং অন্যটির কলাবাগান থানার এসআই আরিফ হোসেন। দুই বাদীই দায়িত্ব পালনকালে মোবাইল ফোনে ইউটিউবে ঘুরতে ঘুরতে খাদিজাতুল কুবরা ও মেজর (অব.) দেলোয়ার হোসেনের ভিডিও দেখতে পান। তারপর দুজনই নিজ নিজ থানায় বাদী হয়ে মামলা করেন।

দীর্ঘ প্রায় ১৫ মাস কারাভোগের পর গত ২০ নভেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। ট্রাইব্যুনালে হাজির ছিলেন খাদিজাতুল কুবরা।

উল্লেখ্য, অপর আসামি মেজর (অব.) দেলোয়ার হোসেনকেও কলাবাগান থানার মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নিউমার্কেট থানার মামলায়ও দুজনই আসামি। দেলোয়ার হোসেন পলাতক রয়েছেন।

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক