হোম > সারা দেশ > ঢাকা

স্বাধীনতা নষ্ট করতেই বঙ্গবন্ধুকে হত্যা: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের স্বাধীনতা নষ্ট করতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘১৫ আগস্ট এলেই ষড়যন্ত্রের কথা মনে আসে, হত্যার কথা মনে পড়ে। বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করতেই জাতির পিতাকে হত্যা করা হয়েছে।’

আজ সোমবার রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন, সেই বাংলা গড়তে হলে সবাইকে নিজেদের কাজগুলো সঠিকভাবে করতে হবে। তিনি সব সময় কাজের কথা বলে গেছেন। আমাদের কর্মের মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব হবে।’

জাহিদ মালেক বলেন, ‘আমাদের কাজের মাধ্যমে দেখিয়ে দিয়েছি আমরা বাংলাদেশে পদ্মা সেতু করতে পারি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারি, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারি। আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারি তাহলে আমাদের দেশের মানুষের কাছে দায়ী থাকব। একজন নার্স, চিকিৎসক যদি তার কাজ করে, মানুষ সুন্দর সেবা পাবে। সবাই সবার কাজ সঠিকভাবে করলে, দেশের চেহারা পরিবর্তন হবে।’

বঙ্গবন্ধুকে হত্যা করার সময় স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় ছিলেন জানিয়ে বলেন, ‘তখন আমি স্কুলে পড়তাম। তখন দেখেছি কীভাবে ট্যাংক বেরিয়ে যাচ্ছে। কেমন গুলি হয়েছে। আমাদের বাড়িতে এসেও গুলি লেগেছিল। যারা মুক্তিযুদ্ধে রাজাকার, আলবদর ছিল তারাই জাতির জনককে হত্যা করেছে। সেই একই শক্তি শেখ হাসিনার ওপরও গ্রেনেড হামলা করে হত্যা করতে চেয়েছে। মহাত্মা গান্ধীর বিষয়ে পুরো ভারত ঐকমত্য হলেও বাংলাদেশে জাতির জনকের বিষয়ে সবাই এখনো একমত হতে পারেনি।’

এ সময় স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সাইফুল হাসান বাদল বলেন, ‘বঙ্গবন্ধু না থাকলেও আমাদের মাঝে তাঁর আদর্শ বেঁচে থাকবে। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন তিনি বেঁচে থাকবেন সবার মাঝে।’

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান বলেন, ‘বঙ্গবন্ধুর আত্মত্যাগ ছিল বাংলাদেশের মানুষের মুক্তি। এটা শুধু পতাকার মুক্তি না। আমরা আজকে এই দিনেও কি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে পেরেছি? এখন ৭ই মার্চের ভাষণ সব জায়গায় বাজানো হলেও আমরা কি আসলে এই বক্তব্যের কথাগুলো ধারণ করি? এখনকার বেশির ভাগ মানুষের কাজেই এই আদর্শের প্রতিফলন হয় না।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী প্রমুখ। 

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক