হোম > সারা দেশ > ঢাকা

নাশকতার ৫ মামলায় বিএনপি নেতা দুদুর জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পৃথক তিন থানায় দায়ের করা নাশকতার আট মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার দেখানোর পর পাঁচ মামলায় তাঁকে জামিন দেওয়া হয়েছে। 

আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন পৃথকভাবে এসব আদেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আট মামলায় দুদুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তাঁর পক্ষের আইনজীবীরা। আট মামলার মধ্যে পল্টন থানার চার, রমনা থানার তিন ও বাড্ডা থানার এক মামলা রয়েছে।

আজ সকালে শুনানির পর আদালত আট মামলায় গ্রেপ্তার দেখান। বিকেলে এসব মামলায় জামিন শুনানি হয়। শুনানি শেষে আদালত রমনা থানার তিন মামলায়, বাড্ডা থানার এক ও পল্টন থানার এক মামলায় জামিন দেন।

শামসুজ্জামান দুদুর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ আজকের পত্রিকাকে বলেন, ‘শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মোট ১০টি মামলা হয়। এখনো তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে, যেগুলোতে জামিন পাননি।

আজ আরও তিনটি মামলায় জামিন শুনানির জন্য ছিল। কিন্তু মামলার মূল নথি অন্য গ্রেপ্তার আসামির জামিন শুনানির জন্য মহানগর দায়রা জজ আদালতে থাকায় তিন মামলায় শুনানি হয়নি।

গত ৫ নভেম্বর দিবাগত রাত ১২টার পরপর গোয়েন্দা পুলিশ পরিচয়ে ১৫-২০ জনের একটি দল দুদুকে তাঁর বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেপ্তার করে। পরদিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামলায় তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। রিমান্ড শেষে গত ৯ নভেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়। এর পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে