হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ১৫

ফরিদপুর প্রতিনিধি

মাদকসহ আটকেরা। ছবি: আজকের পত্রিকা

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ফরিদপুর শহরের গুহলক্ষীপুর রেলবস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। অভিযানে নারীসহ ১৫ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের নাম শিল্পী বেগম (৩০), যিনি স্থানীয়ভাবে ‘মাদক চক্রের নেতৃত্বদানকারী’ হিসেবে পরিচিত বলে দাবি যৌথবাহিনীর।

গতকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়। পরে আটক ব্যক্তিদের ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

জেলা সেনা ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুহলক্ষীপুর রেলবস্তিতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, জোরপূর্বক দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে—এমন একাধিক অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। সেনা ক্যাম্পের ভাষ্য, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, শিল্পী বেগম ও তাঁর পরিবারের সদস্যরা এলাকাভিত্তিক একটি সুসংগঠিত মাদক নেটওয়ার্ক পরিচালনা করছেন। অভিযোগে আরও বলা হয়, সেখানে নারীদের মাধ্যমে প্রকাশ্যে গাঁজা, ইয়াবা ও হেরোইন বিক্রি হচ্ছিল। ভারত থেকে গাঁজা এনে স্থানীয়ভাবে সরবরাহ করা হচ্ছিল বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অভিযানে ৪৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৩৭টি ইয়াবা, ২১১টি হেরোইনের প্যাকেট, ৬১টি দেশীয় অস্ত্র, দুটি বিদেশি মদের বোতল, নয়টি ফিচার ফোন ও ১০টি অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়েছে।

সেনা ক্যাম্প জানায়, সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা পুলিশের সহযোগিতায় এই অভিযান চালায়। প্রথম ধাপে সাতজনকে হাতেনাতে আটক করা হয়। পরে বস্তির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে এবং শিলপির বাড়ি থেকে আরও আটজনকে আটক করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মাদক, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আটকদের থানা হেফাজতে রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিকেলের মধ্যে মামলা রুজুসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

টঙ্গিবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল