নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকার ফুটপাতের হকার জুবায়ের হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার আসামি আরও দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়।
আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক আক্তারুজ্জামান ভূঁইয়া এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ইকবাল হোসেন, স্বপন মিয়া, মোহাম্মদ সায়মন ও সানি। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মোহাম্মদ রাসেল ও হাসান।
পুলিশ জানায়, ২০২১ সালের ১৪ অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জ শহরের সাধুপৌলের গির্জার সামনের ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে হকার জুবায়ের হোসেনকে ছুরিকাঘাত করা হয়। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জুবায়ের মা মুক্তা বেগম বাদী হয়ে আটজনকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ১৬ জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত এ রায় ঘোষণা করেন।