হোম > সারা দেশ > ঢাকা

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক মাসের মধ্যে মজুরি বোর্ড গঠন করে পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি জানিয়েছে পোশাকশ্রমিকদের সংগঠনগুলো। আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ চত্বরে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন ও গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তোলেন সংগঠনের নেতারা।

সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়ক তাসলিমা আখতার।

লিখিত বক্তব্যে তাসলিমা আখতার ৭ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো ৩০ দিনের মধ্যে মজুরি বোর্ড গঠন করে ২৫ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণা, নতুন মজুরির আগে ৬০ শতাংশ মহার্ঘ্য ভাতা চালু, প্রভিডেন্ট ফান্ড চালু ও ১০ শতাংশ ইনক্রিমেন্ট প্রদান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গ্যাস, বিদ্যুতের দাম কমানো, শ্রমিক ছাঁটাই বন্ধ এবং স্থায়ী রেশনিং কার্ড চালু করা।

দাবি আদায়ে আগামী ২০ মার্চ থেকে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচির কথাও বলা হয় সমাবেশে।

গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, পোশাকশিল্পে মালিকেরা যেমন অর্থ বিনিয়োগ করেন, তেমনি শ্রমিকেরাও তাঁদের শ্রম বিনয়োগ করেন। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। আগামী ৩০ দিনের মধ্যে মজুরি বোর্ড গঠন করা না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলসহ অন্যরা।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার