হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ইউনুস আলী নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। আজ শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার গুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইউনুস আলীর বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার বাগুটিয়া গ্রামে। তিনি ঢাকার কেরানীগঞ্জ থানায় উপপরিদর্শক (এসআই) হিসাবে কর্মরত ছিলেন।  

পুলিশ ও স্থানীয়রা জানান, ইউনুস আলী কেরানীগঞ্জ থানায় যোগদানের আগে টাঙ্গাইল থানায় কর্মরত ছিলেন। তাঁর কর্মস্থল পরিবর্তন হলেও তিনি তাঁর বাসা পরিবর্তন করেননি। কয়েকদিন আগে তিনি ছুটিতে টাঙ্গাইলের বাসায় আসেন। 

আজ শনিবার দুপুরে তিনি কর্মস্থলে যোগ দেওয়ার জন্য মোটরসাইকেল যোগে টাঙ্গাইল থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার গুল্লা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল আমীন আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে গোড়াই হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।’

এ ঘটনায় জড়িত ঘাতক ট্রাকটি চিহ্নিত করে চালককে আইনীর আওতায় আনতে পুলিশ কাজ করছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ