হোম > সারা দেশ > ঢাকা

সুপ্রিম কোর্টে দুই সহকারী অ্যাটর্নি জেনারেলের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে আইনজীবী মহাসমাবেশের প্রস্তুতি সভা শেষে রাষ্ট্রপক্ষের দুই আইন কর্মকর্তার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সভা শেষে সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মজিবুর রহমান মজিব ও সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌসের মধ্যে হাতাহাতি হয়। ঘটনার পর ব্যবস্থা নিতে মজিবুর রহমান অ্যাটর্নি জেনারেল বরাবার লিখিত আবেদন করেছেন।

লিখিত আবেদনে মজিবুর উল্লেখ করেন, ‘দুপুরে বারের সম্পাদকের কক্ষের সামনে অবস্থানকালে পূর্ব শত্রুতার জেরে হঠাৎ করেই সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌস আমাকে গালিগালাজ করেন। আমি প্রতিবাদ করলে আমার দুই গালে চড় মারেন তিনি। বেশি বাড়াবাড়ি করলে আমাকে বহিরাগত লোকজন দিয়ে খুন করার হুমকি দেন। এ ঘটনায় আমার আমার মান, সম্মান ও ইজ্জতহানী ঘটে।’ বিষয়টির সুষ্ঠু তদন্ত করে সুবিচার দাবি করা হয় আবেদনে।

এ বিষয়ে জানতে সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌসকে একাধিকবার মোবাইলে ফোন দিলে তিনি রিসিভ করেননি। অপরদিকে সহকারী অ্যাটর্নি জেনারেল মজিবুর রহমানকে ফোন দিলে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়।

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি