হোম > সারা দেশ > ঢাকা

সুপ্রিম কোর্টে দুই সহকারী অ্যাটর্নি জেনারেলের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে আইনজীবী মহাসমাবেশের প্রস্তুতি সভা শেষে রাষ্ট্রপক্ষের দুই আইন কর্মকর্তার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সভা শেষে সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মজিবুর রহমান মজিব ও সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌসের মধ্যে হাতাহাতি হয়। ঘটনার পর ব্যবস্থা নিতে মজিবুর রহমান অ্যাটর্নি জেনারেল বরাবার লিখিত আবেদন করেছেন।

লিখিত আবেদনে মজিবুর উল্লেখ করেন, ‘দুপুরে বারের সম্পাদকের কক্ষের সামনে অবস্থানকালে পূর্ব শত্রুতার জেরে হঠাৎ করেই সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌস আমাকে গালিগালাজ করেন। আমি প্রতিবাদ করলে আমার দুই গালে চড় মারেন তিনি। বেশি বাড়াবাড়ি করলে আমাকে বহিরাগত লোকজন দিয়ে খুন করার হুমকি দেন। এ ঘটনায় আমার আমার মান, সম্মান ও ইজ্জতহানী ঘটে।’ বিষয়টির সুষ্ঠু তদন্ত করে সুবিচার দাবি করা হয় আবেদনে।

এ বিষয়ে জানতে সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌসকে একাধিকবার মোবাইলে ফোন দিলে তিনি রিসিভ করেননি। অপরদিকে সহকারী অ্যাটর্নি জেনারেল মজিবুর রহমানকে ফোন দিলে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল