হোম > সারা দেশ > ঢাকা

খিলক্ষেত থানা আওয়ামী লীগের নেতা খায়ের গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

খিলক্ষেত থানা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবুল খায়ের। ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত থানা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবুল খায়েরকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১০ জুন) মধ্যরাতে খিলক্ষেতের টানপাড়া এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বুধবার (১১ জুন) বিকেলে ডিএমপির খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) মো. আশিকুর রহমান দেওয়ান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

আশিকুর রহমান জানান, খিলক্ষেতের টানপাড়া এলাকার নিজ বাসা থেকে গতকাল দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে খিলক্ষেত থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া আবুল খায়ের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত আব্দুল আলী মোল্লার ছেলে। বর্তমানে তিনি খিলক্ষেতের টানপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি খিলক্ষেত থানা আওয়ামী লীগের সহসভাপতি।

আশিকুর রহমান বলেন, গ্রেপ্তার আওয়ামী লীগের সহসভাপতি আবুল খায়েরের বিরুদ্ধে গত ১৯ এপ্রিল একটি হত্যাচেষ্টার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর পরে তিনি কারাগারে রয়েছেন।

পরিদর্শক আশিকুর রহমান বলেন, এ ছাড়া তাঁর বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা, খিলক্ষেত থানায় আরও দুটি হত্যাচেষ্টা মামলা এবং গোপালগঞ্জের মুকসুদপুর থানায় একটি প্রতারণাসহ আরেকটি বাড়িতে চুরির অভিযোগে মামলা রয়েছে।

ওই সব মামলায় তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে বলেও জানিয়েছেন পরিদর্শক আশিকুর রহমান।

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ করে ‘রিসিভার’ নিয়োগ