হোম > সারা দেশ > ঢাকা

খিলক্ষেত থানা আওয়ামী লীগের নেতা খায়ের গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

খিলক্ষেত থানা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবুল খায়ের। ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত থানা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবুল খায়েরকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১০ জুন) মধ্যরাতে খিলক্ষেতের টানপাড়া এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বুধবার (১১ জুন) বিকেলে ডিএমপির খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) মো. আশিকুর রহমান দেওয়ান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

আশিকুর রহমান জানান, খিলক্ষেতের টানপাড়া এলাকার নিজ বাসা থেকে গতকাল দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে খিলক্ষেত থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া আবুল খায়ের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত আব্দুল আলী মোল্লার ছেলে। বর্তমানে তিনি খিলক্ষেতের টানপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি খিলক্ষেত থানা আওয়ামী লীগের সহসভাপতি।

আশিকুর রহমান বলেন, গ্রেপ্তার আওয়ামী লীগের সহসভাপতি আবুল খায়েরের বিরুদ্ধে গত ১৯ এপ্রিল একটি হত্যাচেষ্টার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর পরে তিনি কারাগারে রয়েছেন।

পরিদর্শক আশিকুর রহমান বলেন, এ ছাড়া তাঁর বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা, খিলক্ষেত থানায় আরও দুটি হত্যাচেষ্টা মামলা এবং গোপালগঞ্জের মুকসুদপুর থানায় একটি প্রতারণাসহ আরেকটি বাড়িতে চুরির অভিযোগে মামলা রয়েছে।

ওই সব মামলায় তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে বলেও জানিয়েছেন পরিদর্শক আশিকুর রহমান।

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির