হোম > সারা দেশ > ঢাকা

ইউপি চেয়ারম্যানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন আ.লীগ সভাপতি

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে অশ্লীল গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকি এবং বীর মুক্তিযোদ্ধার সন্তানকে বেধড়ক মারধর করার অভিযোগে রাজবাড়ীর বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল হান্নান মোল্লা।

আজ রোববার বেলা ২টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদের বাসভবন থেকে সংবাদ বিজ্ঞপ্তি দেন বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল হান্নান মোল্লা।

বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল হান্নান মোল্লা বিজ্ঞপ্তির মাধ্যমে বলেন, ‘গতকাল শনিবার কেন্দ্র থেকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ইসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে তিনজনের নাম প্রস্তাব এলে উপস্থিত নেতারা জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের অনুমতির জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করে সভাস্থল ত্যাগ করি। পরবর্তী সময়ে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী, বিএনপি থেকে অনুপ্রবেশকারী আহম্মদ আলী সভাস্থলে থাকা দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বিভিন্ন কটূক্তিমূলক বক্তব্য দেন। এ সময় তিনি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ এবং আমার নাম উল্লেখ করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং পরবর্তী সময়ে দেখে নেওয়ার হুমকি দেন।’ 

আব্দুল হান্নান মোল্লা আরও বলেন, ‘এ সময় উপস্থিত আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীরা তাঁর সেসব কথার প্রতিবাদ করতে গেলে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান আরিফুল ইসলামকে বেধড়ক মারধর করেন আহম্মদ আলী মাস্টার। ওই ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে আহম্মদ আলীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে দলের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার