রাজধানীর হাজারীবাগে একটি ভবনের চারতলার ছাদ থেকে পড়ে ঝুমুর আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে হাজারীবাগ বোরহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে ঝুমুরের চাচাতো ভাই মো. সাব্বির হোসেন জানান, ঝুমুর পরিবারের সঙ্গে হাজারীবাগ বোরহানপুর দুই নম্বর গলির ডলার বাবুর বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকত। তার বাবার নাম মো. রাসেল। স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ত ঝুমুর। এক ভাই দুই বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।
সাব্বির বলেন, বিকেলে বাসার চারতলার ছাদে ছোট বোনসহ কয়েকজন মিলে খেলছিল ঝুমুর। অসাবধানতা নিচে পড়ে যায় ঝুমুর। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। ছাদের চারপাশে কোনো রেলিং ছিল না।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানায় অবহিত করা হয়েছে।