হোম > সারা দেশ > ঢাকা

বিআরটিসি বাসেই এখন পড়া যাবে বই, উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন’ (বিআরটিসি) এখন শুধু বাস নয়, এটাকে ভ্রাম্যমাণ লাইব্রেরিও করা হয়েছে। বিআরটিসিতে বই পড়ার সুযোগ পাবেন যাত্রীরা। মঙ্গলবার থেকে বিআরটিসি বাসে বই পড়ার সুবিধা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি বিআরটিসি ভ্রাম্যমাণ লাইব্রেরির বাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এটির নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ লাইব্রেরি’। 

বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা হিটলার বল আজকের পত্রিকাকে বলেন, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমাণ লাইব্রেরিতে এখন থেকে বিভিন্ন বই পড়ার জন্য পাওয়া যাবে। ঢাকায় অন্যান্য যে ভ্রাম্যমাণ লাইব্রেরিতে বই পড়া ও নেওয়ার সুযোগ আছে, বিআরটিসির বাসেও এই সুবিধা থাকবে। 

হিটলার বল জানান, ভ্রাম্যমাণ এই বাসে স্বাধীনতা যুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে বই আছে। এ ছাড়া সড়ক ও মহাসড়ক বিভাগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও বই পাওয়া যাবে। এর বাইরে দেশ-বিদেশের অন্যান্য লেখকের বই থাকবে। এটি আপাতত ঢাকা মহানগরীর মধ্যেই চলাচল করবে। পরে আরও বাড়ানো হতে পারে।

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক