হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় স্কুলছাত্র হত্যা: খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুলছাত্র মুজাহিদ হাওলাদার (১৬) হত্যার ঘটনায় খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বুধবার সকালে উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য দেন পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, আওয়ামী লীগ নেতা আবু হানিফ হাওলাদার ঝন্টু, জেলা পরিষদের সাবেক সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরা, উদীচী শিল্পী গোষ্ঠীর উপজেলা সভাপতি অশোক কর্মকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, মাইনুল ইসলাম রিমু, প্রধান শিক্ষক লিটন শিকদার, নিহত মুজাহিদের বাবা সেকেন্দার হাওলাদার প্রমুখ।

বক্তারা দ্রুততম সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান। মানববন্ধন শেষে হত্যার শিকার মুজাহিদের বাবা সেকেন্দার হাওলাদার স্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদের কাছে দেওয়া হয়।

স্মারকলিপিতে সেকেন্দার হাওলাদার উল্লেখ করেন, উপজেলার কুরপালা গ্রামের চিহ্নিত সন্ত্রাসী ফেরদাউস শেখ, জামাল শেখ, কালাম শেখ, কবির শেখ, সিফাত শেখ, মাসুদ শেখ, মুজাহিদ শেখ তাঁর ছেলে মুজাহিদ হাওলাদারকে কুপিয়ে হত্যা করেছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাঁর ছেলে হত্যার বিচার দাবি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘নিহত মুজাহিদের বাবা সেকেন্দার হাওলাদারের স্মারকলিপিটি পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরে পাঠানোর ব্যবস্থা করব।’

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, মুজাহিদ হাওলাদার হত্যা মামলার কিছু আসামি জামিনে আছেন। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন