ঘুষ লেনদেনের মামলায় পুলিশের বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তাঁর আপিল শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের একক বেঞ্চ বুধবার মিজানকে দুই মাসের জামিন দেন।
তবে তাঁর বিরুদ্ধে দুদকের আরও একটি মামলা থাকায় এখনই মুক্তি মিলছে না বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। এ ছাড়া, কমিশনের সঙ্গে আলোচনা করে এই জামিনের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্তও নেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত ঘুষ লেনদেনের অভিযোগে ডিআইজি মিজানকে দণ্ডবিধির ১৬১ ধারায় তিন বছর কারাদণ্ড দেন। তবে অর্থ পাচার আইনের অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। ৪০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ২০১৯ সালের ১৬ জুলাই ওই মামলাটি দায়ের করে দুদক। ২০২০ সালের ১৯ জানুয়ারি ওই মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়।