হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে ভারতীয় ভিসা কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি

বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে ফরিদপুরে ভারতীয় ভিসা কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর উন্নয়ন পরিষদের আয়োজনে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, বিভিন্ন কারণে ফরিদপুরে ভারতীয় ভিসা কেন্দ্র স্থাপন জরুরি হয়ে পড়েছে। কেননা ভারতীয় ভিসা কেন্দ্র চালু হলে শুধু ফরিদপুর নয় আশপাশের জেলার মানুষ এখান থেকে সুবিধা পাবে। তাঁদের সময় ও অর্থ দুটোই বাঁচবে। বর্তমানে একটা ভিসা করতে গেলে কমপক্ষে তিন থেকে পাঁচ দিন সময় লাগে। এতে মানুষের দুর্ভোগ বাড়ে এবং আর্থিক সমস্যাসহ সময় অপচয় হয়।

অবিলম্বে নাগরিক দুর্ভোগ  অবসানে ফরিদপুরে একটি ভারতীয় ভিসা সেন্টার স্থাপনের দাবি জানান বক্তারা। অন্যথায় আগামী দিনে ভারতীয় ভিসা সেন্টার দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে মানববন্ধনে জানানো হয়। 

অনুষ্ঠানে স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ জলিলের সভাপতিত্বে বক্তব্য দেন ফরিদপুরের বিশিষ্ট সাহিত্যিক ও লেখক মফিজ ইমাম মিলন, সংস্কৃতি কর্মী অশোক কুমার সিংহ রায়, অধ্যক্ষ মোসায়েব হোসেন ঢালী, সরকারি ইয়াসিন কলেজের সাবেক অধ্যক্ষ শিলা রানী মণ্ডল, ফরিদপুর নাগরিক মঞ্চের আহ্বায়ক আওলাদ হোসেন বাবর, তরুণ সংগঠক আবরাব নাদিম ইতু প্রমুখ।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১