নারায়ণগঞ্জ শহরে ১১ মাসের শিশুকে বিক্রির জন্য চুরি করায় দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় উভয় নারীকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই রায় ঘোষণা করেন। এ সময় দুই আসামির মধ্যে একজন আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, টাঙ্গাইল জেলার গোপালপুর এলাকার বাসিন্দা হাসিনা বেগম ওরফে হাসনা (৪৫) এবং নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রেললাইন এলাকার বাসিন্দা সেতারা বেগম (৬০)। রায় ঘোষণা শেষে আদালতে হাজির থাকা সেতারা বেগমকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘২০০৮ সালের ৩১ জুলাই নারায়ণগঞ্জ শহরের নলুয়া এলাকায় স্বপন শেখ ও পারুল আক্তারের ১১ মাসের ছেলে সজীবকে চুরি করে এই দুই নারী। এই ঘটনায় শিশুর মা পারুল বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর শিশুকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করা হয়। সাতজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ রায় ঘোষণা করেন আদালত।’
একই বিষয়ে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘রায় ঘোষণার সময় দুই আসামির একজন উপস্থিত ছিলেন। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে ধরতে গ্রেপ্তারি ওয়ারেন্ট সংশ্লিষ্ট থানায় পাঠিয়েছি।’