হোম > সারা দেশ > ঢাকা

রাজারবাগ পীর: সম্পদের তদন্তের বিষয়ে আপিল বিভাগের সিদ্ধান্ত কাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজারবাগের পীর ও তাঁর দরবারের সব সম্পদের তদন্ত করতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের বিষয়ে আপিল বিভাগের সিদ্ধান্ত কাল সোমবার। আজ রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আদেশের জন্য আজকের দিন ধার্য করেন।

এদিকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে এ শুনানি হওয়ার কথা থাকলেও এ মামলা থেকে নিজেকে প্রত্যাহার করেছেন তিনি। এর আগে রাজারবাগের পীর দিল্লুর রহমান ও তাঁর দরবারের সব সম্পদের তদন্ত করতে নির্দেশ দেন হাইকোর্ট। পরে ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন পীর। 

এদিকে ফরিদপুরের সালথায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় হাসান মেম্বারের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। এর আগে এ মামলায় হাইকোর্ট তাঁকে জামিন দিলে রাষ্ট্রপক্ষ তা স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে। গতকাল এ মামলার শুনানিতে সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের আসামিদের জামিন দিলে সমাজে নেতিবাচক বার্তা ছড়াবে। 

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন