হোম > সারা দেশ > গাজীপুর

ইজতেমা ময়দানে আরও এক মুসল্লির মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীর তুরাগ তীরে ৫৭ তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নিতে এসে জামাল উদ্দিন (৪০) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইজতেমা ময়দানে তার মৃত্যু হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলা চৌহদ্দীগ্রামের সাইফুল ইসলামের ছেলে। 

এর আগে (বুধবার) বেলা আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে আসা এক মুসল্লি মারা যান। প্রথম ধাপের ইজতেমায় অংশ নিতে এসে এ পর্যন্ত দুই মুসল্লির মৃত্যু হয়েছে। 

মৃতের সঙ্গে থাকা আমির (দলনেতা) মনসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আজ (বুধবার) সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ৪০ জনের একটি জামাত নিয়ে টঙ্গীর ইজতেমা ময়দানে আসি। সন্ধ্যায় জামালসহ কয়েকজন সাথি রাতের খাবার প্রস্তুত করতে কাজ করছিলেন। এ সময় জামাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারহানা তাসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়। হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পাড়ে বলে ধারণা করা হচ্ছে।’ 

বিশ্ব ইজতেমার যোবায়েরপন্থী ইজতেমা আয়োজক কমিটির দায়িত্বশীল ইঞ্জিন গিয়াস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ’ মৃত্যুর বিষয়টি জেনেছি। ইজতেমা ময়দানে জানাজা শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’