হোম > সারা দেশ > গাজীপুর

ইজতেমা ময়দানে আরও এক মুসল্লির মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীর তুরাগ তীরে ৫৭ তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নিতে এসে জামাল উদ্দিন (৪০) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইজতেমা ময়দানে তার মৃত্যু হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলা চৌহদ্দীগ্রামের সাইফুল ইসলামের ছেলে। 

এর আগে (বুধবার) বেলা আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে আসা এক মুসল্লি মারা যান। প্রথম ধাপের ইজতেমায় অংশ নিতে এসে এ পর্যন্ত দুই মুসল্লির মৃত্যু হয়েছে। 

মৃতের সঙ্গে থাকা আমির (দলনেতা) মনসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আজ (বুধবার) সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ৪০ জনের একটি জামাত নিয়ে টঙ্গীর ইজতেমা ময়দানে আসি। সন্ধ্যায় জামালসহ কয়েকজন সাথি রাতের খাবার প্রস্তুত করতে কাজ করছিলেন। এ সময় জামাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারহানা তাসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়। হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পাড়ে বলে ধারণা করা হচ্ছে।’ 

বিশ্ব ইজতেমার যোবায়েরপন্থী ইজতেমা আয়োজক কমিটির দায়িত্বশীল ইঞ্জিন গিয়াস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ’ মৃত্যুর বিষয়টি জেনেছি। ইজতেমা ময়দানে জানাজা শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে নিয়ে তাঁরই পদত্যাগ চাইলেন সাদিক কায়েম

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাংবাদিক আনিস আলমগীরকে

শাহজাহানপুরে লিফট মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে কর্মীর মৃত্যু

নভেম্বরে ৫২৬টি সড়ক দুর্ঘটনায় ৫০৭ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি

সাদিক কায়েমের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থান থেকে মরদেহ উদ্ধার