আশুলিয়ায় শাখা সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা অবস্থায় দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, মোটরসাইকেল চুরি করে পালাতে না পেরে ফেলে গেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকাল সাড়ে ১১টায় আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার সড়কের পাশে নিচে খালের পাড় থেকে মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়।
মোটরসাইকেল দুটির মধ্যে একটি নম্বরপ্লেটবিহীন টিভিএস কোম্পানির অ্যাপাচি আরটিআর ও আরেকটি বাজাজ কোম্পানির (ঢাকা-হ-৩১-৫৬৫৮)। এ সময় মোটরসাইকেল পাশ থেকে মাথার পরচুলা, চারটি শীতের জ্যাকেট পাওয়া যায়।
আশুলিয়া থানার এসআই ফরহাদ হোসেন বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, কোথাও থেকে চুরি করে মোটরসাইকেল নিয়ে যেতে না পেরে হয়তো ফেলে গেছে কেউ। মোটরসাইকেল দুটির মালিকের সন্ধান করা হচ্ছে।’