হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে অবরোধের সমর্থনে মশাল মিছিল বিএনপির নেতা-কর্মীদের

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

আগামীকাল বুধবার থেকে টানা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে গাজীপুরের টঙ্গীতে মশাল মিছিল করেছে থানা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় এই মশাল মিছিলে অংশ নেন নেতা–কর্মীরা।

মশাল বের করার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘বিএনপির নেতা–কর্মীরা আজ সন্ধ্যায় মিছিল বের করে। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হলে নেতা–কর্মীরা টঙ্গী বাজার এলাকায় চলে যায়।’

স্থানীয় লোকজন জানান, আজ সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে ২০-২৫ জন নেতা-কর্মী একটি মিছিলে মশাল হাতে নিয়ে আগামী দুই দিনের অবরোধ সফল করার স্লোগান দেন। এ সময় নেতা–কর্মীরা মহাসড়কে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পরে মিছিলটি টঙ্গী বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলে আরও অংশ নেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিশির সরকার, টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রচার সম্পাদক আরাফাত মিন্টু, গাজীপুর মহানগর যুবদলের সদস্যসচিব মাহমুদুল হাসান রাজু, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, টঙ্গী পূর্ব থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেনিজুর রহমান খান পিন্টু, মহানগর যুবদলের আহ্বান সদস্য রিগান রহমান, টঙ্গী পূর্ব থানার ছাত্রদল নেতা রিসালসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা।

মিছিল শেষে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকারে জাবেদ আহমেদ সুমন বলেন, ‘টঙ্গী পূর্ব থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা–কর্মীদের নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি মশাল মিছিল করেছি।’

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার