হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গী ইজতেমা ময়দানে সংঘর্ষে আহত একজনের ৪০ দিন পর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় ৪০ দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মিজানুর রহমান (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাত ৩টার দিকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

মৃত মিজানুরের বোন জামাই মোছাদ্দেকুল হক জানান, তাঁর বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার মাস্টারপাড়া চন্দ্রখানা গ্রামে। ব্যবসা করতেন মিজানুর। এক ছেলে ও দুই মেয়ের জনক তিনি।

মোছাদ্দেকুল আরও জানান, মিজানুর সাদপন্থী ছিলেন। জোড় ইজতেমায় অংশ নেওয়ার জন্য গ্রাম থেকে গত ১৭ ডিসেম্বর টঙ্গী ময়দানে এসেছিলেন তিনি। গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় আহত হন তিনি। তাঁকে রাতেই টঙ্গীর আহাসান উল্ল্যাহ মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, সেখান থেকে ১৮ ডিসেম্বর তাঁকে ঢামেক হাসপাতালে এনে আইসিউতে ভর্তি করা হয়। ঘটনার দুই দিন পর স্বজনেরা খোঁজ পেয়ে হাসপাতালে এসে তাঁকে দেখে যান। চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তিনি মারা গেছেন বলেও জানান মোছাদ্দেকুল।

সুরতহাল প্রতিবেদনে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী জানান, গত ১৭ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে টঙ্গী ইজতেমা ময়দানে সংঘর্ষে আহত হন মিজানুর। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলের আইসিইউতে তিনি মারা গেছেন। তাঁর মাথায় আঘাত ছিল। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ