হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গী ইজতেমা ময়দানে সংঘর্ষে আহত একজনের ৪০ দিন পর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় ৪০ দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মিজানুর রহমান (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাত ৩টার দিকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

মৃত মিজানুরের বোন জামাই মোছাদ্দেকুল হক জানান, তাঁর বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার মাস্টারপাড়া চন্দ্রখানা গ্রামে। ব্যবসা করতেন মিজানুর। এক ছেলে ও দুই মেয়ের জনক তিনি।

মোছাদ্দেকুল আরও জানান, মিজানুর সাদপন্থী ছিলেন। জোড় ইজতেমায় অংশ নেওয়ার জন্য গ্রাম থেকে গত ১৭ ডিসেম্বর টঙ্গী ময়দানে এসেছিলেন তিনি। গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় আহত হন তিনি। তাঁকে রাতেই টঙ্গীর আহাসান উল্ল্যাহ মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, সেখান থেকে ১৮ ডিসেম্বর তাঁকে ঢামেক হাসপাতালে এনে আইসিউতে ভর্তি করা হয়। ঘটনার দুই দিন পর স্বজনেরা খোঁজ পেয়ে হাসপাতালে এসে তাঁকে দেখে যান। চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তিনি মারা গেছেন বলেও জানান মোছাদ্দেকুল।

সুরতহাল প্রতিবেদনে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী জানান, গত ১৭ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে টঙ্গী ইজতেমা ময়দানে সংঘর্ষে আহত হন মিজানুর। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলের আইসিইউতে তিনি মারা গেছেন। তাঁর মাথায় আঘাত ছিল। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে