হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কপাল পোড়া গুষ্টি চোর-ডাকাতকেই ক্ষমতায় বসায়: ফয়জুল করীম

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশ। ছবি: আজকের পত্রিকা

আর কোনো ফ্যাসিবাদের জায়গা এ দেশে হবে না। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ইসলাম অর্থ সবই গরিবদের জন্য। কিন্তু এই কপাল পোড়া গরিবের গুষ্টি নিজেদের ভাগ্য পরিবর্তন করতে জানে না। ওরা চোর-ডাকাত, বদমাশ, লুটেরা এবং খুনিদের ক্ষমতায় বসায়।

আজ শনিবার শহরের পৌর পার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘যারা গরিব-দুঃখী মেহনতিদের জন্য কাজ করে তাদের ওরা পছন্দ করে না। আমি বিশ্বাস করি, যদি ইসলামি অর্থনীতি বাস্তবায়ন করা হয়, তাহলে আগামী ৫-১০ বছরের মধ্যে দেশ দারিদ্র্যসীমার ওপরে চলে যাবে।

মানবতা, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, দেশ ভালো থাকবে, সমস্ত ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করতে পারবে।

নির্বাচন সম্পর্কে ফয়জুল করীম বলেন, সংস্কার শেষে সঠিক সময়েই এই দেশে নির্বাচন হবে। সবকিছু দেখা শেষ। আমরা সোনার বাংলা দেখেছি, সবুজ বাংলা, নতুন বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি। সব বাংলা দেখা শেষ, এবার হবে ইসলামী বাংলাদেশ।

মাওলানা তসলিম হোসাইন সিকদারের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মোহাম্মাদ আরিফুল ইসলাম।

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না