হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে বসতবাড়িতে আগুন, যুবক দগ্ধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসতবাড়ি। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ও মুদিদোকান পুড়ে গেছে। এ ঘটনায় একজন দগ্ধ হয়েছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামে সিআরসির ২ নম্বর গেটের সামনে আবুল হাশেম প্রধানের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় বাসিন্দারা জানান, অগ্নিকাণ্ডে সজীব নামের একজন দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনে বাড়ির ১১টি কক্ষ ও একটি দোকানের সব মালপত্র পুড়ে গেছে।

বাড়ির দেখভালকারী আলমগীর বলেন, ‘রাত ২টার দিকে বাসায় আগুন লাগে। কীভাবে আগুন লেগেছে, তা বলতে পারছি না। তবে বাড়ির সামনের ও পেছনের গেট বাইরে থেকে বন্ধ ছিল।’

শান্তা আক্তার নামের এক ভাড়াটে জানান, দোকানে প্রথম আগুন লাগে। তারপর পুরো বাড়িতে তা ছড়িয়ে পড়ে। আগুনে তাঁর সব জিনিস পুড়ে গেছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ