হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে বসতবাড়িতে আগুন, যুবক দগ্ধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসতবাড়ি। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ও মুদিদোকান পুড়ে গেছে। এ ঘটনায় একজন দগ্ধ হয়েছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামে সিআরসির ২ নম্বর গেটের সামনে আবুল হাশেম প্রধানের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় বাসিন্দারা জানান, অগ্নিকাণ্ডে সজীব নামের একজন দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনে বাড়ির ১১টি কক্ষ ও একটি দোকানের সব মালপত্র পুড়ে গেছে।

বাড়ির দেখভালকারী আলমগীর বলেন, ‘রাত ২টার দিকে বাসায় আগুন লাগে। কীভাবে আগুন লেগেছে, তা বলতে পারছি না। তবে বাড়ির সামনের ও পেছনের গেট বাইরে থেকে বন্ধ ছিল।’

শান্তা আক্তার নামের এক ভাড়াটে জানান, দোকানে প্রথম আগুন লাগে। তারপর পুরো বাড়িতে তা ছড়িয়ে পড়ে। আগুনে তাঁর সব জিনিস পুড়ে গেছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা