হোম > সারা দেশ > ঢাকা

পলিথিন বন্ধে অভিযান জোরদার করা হবে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আজকের পত্রিকা ডেস্ক­

আজ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। ছবি: পিআইডি

পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, ব্যবহার নিষেধাজ্ঞা কার্যকর এবং অভিযানকে আরও ফলপ্রসূ করতে প্লাস্টিক শিল্পসংশ্লিষ্ট উৎপাদক, ব্যবসায়ী ও রপ্তানিকারক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ ও এনটিএমসি) নাসির-উদ-দৌলা।

অতিরিক্ত সচিব বলেন, পলিথিন শপিং ব্যাগের ব্যবহার নিষিদ্ধকরণ কীভাবে কার্যকর করা যায় এবং এ-সংক্রান্ত অভিযান কীভাবে আরও জোরদার ও কার্যকর করা যায়—এ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। পলিথিন বন্ধে সরকারের পাশাপাশি জনগণ ও বিভিন্ন স্টেকহোল্ডারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব আরও বলেন, প্রাথমিকভাবে দেশের সুপারশপগুলোতে যে পলিথিন শপিং ব্যাগগুলো ব্যবহৃত হয়, সেগুলোর উৎপাদন বন্ধ করা হবে এবং বাজারে যেসব পলিথিন শপিং ব্যাগ ব্যবহৃত হয়, সেগুলোর ব্যবহার নিষিদ্ধকরণ কার্যকর করা হবে। অভিযানে পুলিশ, র‍্যাব, সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যাও বাড়ানো হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) তপন কুমার বিশ্বাস বলেন, পলিথিনের বিকল্প দেখা হচ্ছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় ইতিমধ্যে বিভিন্ন পরিবেশবান্ধব শপিং ব্যাগ উৎপাদনের উদ্যোগ নিয়েছে। তা ছাড়া, বেসরকারিভাবেও বিভিন্ন পরিবেশবান্ধব শপিং ব্যাগ উৎপাদন হচ্ছে। সভায় পলিথিন ব্যাগের উৎপাদনকারী, রপ্তানিকারক ও ব্যবসায়ী প্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়েছেন যে সরকারের নির্দেশনা তাঁরা প্রতিপালন করবেন এবং সরকারের পক্ষ থেকেও তাঁদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

সভায় স্বরাষ্ট্র এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং রোল ম্যানুফ্যাকচারার্স ওনার্স অ্যান্ড ট্রেড অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, পলিথিন শপিং ব্যাগের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার আলোকে এর ব্যবহার বন্ধ করতে গত ১ নভেম্বর ২০২৪ তারিখ থেকে সারা দেশে অভিযান পরিচালিত হচ্ছে।

দ্বিতীয় দিনের মতো রাজধানীতে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’