হোম > সারা দেশ > মাদারীপুর

গরু কিনে বাড়ি ফেরা হলো না, মাদারীপুরে বাবা-ছেলেসহ ৫ জনের মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি 

টেকেরহাটে গরুর হাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের টেকেরহাটে গরুর হাটে যাওয়ার পথে বাসের ধাক্কায় মাহিন্দ্রা উল্টে পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে ভাঙ্গা-টেকেরহাট মহাসড়কের বাবলাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এর মধ্যে বাবা, ছেলে, ভাগনেসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

জানা গেছে, শিবচরের ডাইয়ার চর গ্রামের ইব্রাহিম সরদার (৬৫), তাঁর ছেলে মনির সরদার (৩৬) ও ভাগনে চর খাড়াকান্দি এলাকার তারা মিয়া শেখসহ (৪২) ৬-৭ জন নিয়ে মাহিন্দ্রা (থ্রি-হুইলার) করে টেকেরহাট গরু কিনতে যাচ্ছিলেন। তাঁরা বিভিন্ন স্থান থেকে ছোট-বড় গরু কিনে স্থানীয় হাটে বিক্রি করেন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী মিজান পরিবহনের একটি বাস ভাঙ্গার চুমুরদী বাবলাতলা এলাকায় সড়কের পাশে থামানো একটি মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চার যাত্রী নিহত হন। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

নিহত মনির সরদারের বাড়িতে গিয়ে দেখা গেছে, একই সঙ্গে বাবা-ছেলেকে হারিয়ে পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম। এলাকাবাসী ভিড় করেছেন বাড়িতে। চলছে কান্নার রোল। একই সঙ্গে মর্মান্তিক এই দুর্ঘটনায় বাকরুদ্ধ স্বজন ও এলাকাবাসী।

ফয়েজ চৌধুরী নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘মনির আমার ছোটবেলার বন্ধু। ওরা বিভিন্ন হাট থেকে ছোট গরু কিনে শিবচরের হাটে বিক্রি করে।’

মনিরের এক মেয়ে ও দুই ছেলে। মেয়ে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। ছেলে দুটো ছোট। ওরা এতিম হয়ে গেল।’

প্রতিবেশীরা জানান, ‘সকালবেলা ওদের সঙ্গে দেখা। ওরা গরু কিনতে টেকেরহাট যাচ্ছিল। রাস্তার পাশে থামানো মাহিন্দ্রা গাড়িটিকে একটি বাস চাপা দেয়। ঘটনাস্থলেই কতগুলো পরিবারের স্বপ্নকে মুহূর্তেই নিঃশেষ করে দিল। দুদিন পরে ঈদ। ওই পরিবারগুলোয় ঈদের আনন্দের প্রস্তুতির জায়গায় এখন বিষাদের ছায়া।’

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, ‘ভাঙ্গা উপজেলার চুমুরদী এলাকায় একটি মাহিন্দ্রা গাড়িকে চাপা দিলে গাড়িতে থাকা একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

গভীর রাতে পিকআপ নিয়ে মোহাম্মদপুরে সোনার দোকান লুট

জুলাই গণ-অভ্যুত্থান: রায়েরবাজারে দাফন ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর