হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কাওলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর বিমানবন্দরের কাওলা রেলগেট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান আলী (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।  আজ সোমবার রাত সোয়া ৮টার দিকে আরমানকে তার সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহতের সহকর্মী শাজাহান কবির বলেন, ‘আরমান কাওলা সিভিল অ্যাভিয়েশন কোয়ার্টারে দুই নম্বর ম্যাচে থাকত এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের গাড়ি চালক ছিলেন।’

তিনি আরও বলেন, ‘সন্ধ্যার দিকে কাওলা রেলগেট এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে। ছিনতাইকারীরা তার মোবাইল নেওয়ার চেষ্টা করে। বাধা দিতেই ছিনতাইকারীরা তার শরীরের কয়েক জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ডা. মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়ি থানা এলাকায়।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘ওই যুবককে তার সহকর্মীরা মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীরা দাবি করেন ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

‎আরমানিটোলায় বহুতল ভবনে আগুন‎, ৪০ মিনিট পর নিয়ন্ত্রণে

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১