হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কাওলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর বিমানবন্দরের কাওলা রেলগেট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান আলী (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।  আজ সোমবার রাত সোয়া ৮টার দিকে আরমানকে তার সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহতের সহকর্মী শাজাহান কবির বলেন, ‘আরমান কাওলা সিভিল অ্যাভিয়েশন কোয়ার্টারে দুই নম্বর ম্যাচে থাকত এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের গাড়ি চালক ছিলেন।’

তিনি আরও বলেন, ‘সন্ধ্যার দিকে কাওলা রেলগেট এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে। ছিনতাইকারীরা তার মোবাইল নেওয়ার চেষ্টা করে। বাধা দিতেই ছিনতাইকারীরা তার শরীরের কয়েক জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ডা. মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়ি থানা এলাকায়।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘ওই যুবককে তার সহকর্মীরা মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীরা দাবি করেন ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা